‘ভুল তুলনা হচ্ছে’, করোনা টিকার দাম নিয়ে এ বার মুখ খুলল সেরাম

সুমন মহাপাত্র |

Apr 24, 2021 | 6:09 PM

বিবৃতিতে সেরাম (Serum) জানিয়েছে, কোভিশিল্ডের দাম এখনও করোনা রোখার অন্যান্য সরঞ্জামের থেকে কম।

ভুল তুলনা হচ্ছে, করোনা টিকার দাম নিয়ে এ বার মুখ খুলল সেরাম
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে পয়লা মে থেকে করোনা টিকা (COVID Vaccine) পাবেন ১৮ ঊর্ধ্বরা। এমনকি নির্মাতাদের কাছ থেকে সরাসরি করোনা টিকা কিনতে পারবে রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলি। কেন্দ্রের এই ঘোষণার পরেই আদর পুনাওয়ালার সংস্থা সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, তাদের কাছ থেকে রাজ্যগুলি টিকা পাবে ৪০০ টাকা প্রতি ডোজ়ে। বেসরকারি হাসপাতালগুলি টিকা পাবে প্রতি ডোজ় ৬০০ টাকা হিসেবে। তবে কেন্দ্র সেই আগের দাম অর্থাৎ ১৫০ টাকা প্রতি ডোজ়েই টিকা পাবে। এরপরই কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছিল বিরোধীরা। ৬০০ টাকায় টিকা বিক্রি করার ঘোষণার পরে সমালোচনার মুখে পড়েছে আদর পুনাওয়ালার সংস্থা। বিশ্লেষকদের অভিযোগ, ৬০০ টাকা বা ৪০০ টাকায় টিকা বিক্রি করলে ভারতেই সবচেয়ে বেশি দামে প্রতি ডোজ় বিক্রি করবে সেরাম। তবে এই অভিযোগের পাল্টা যুক্তিও দিতে ছাড়েনি পুনাওয়ালার সংস্থা।

টুইট করে সেরামের তরফে জানানো হয়েছে, ভুল তুলনা হচ্ছে। এখনও কোভিশিল্ড বাজারের সবচেয়ে সস্তা করোনা প্রতিষেধক। সংস্থার দাবি, কম পরিমাণে ভ্যাকসিনই ৬০০ টাকা ডোজ় প্রতি বেসরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে। বিবৃতিতে সেরাম জানিয়েছে, কোভিশিল্ডের দাম এখনও করোনা রোখার অন্যান্য সরঞ্জামের থেকে কম। পাশাপাশি তারা এ-ও জানিয়েছে, উৎপাদনে সহায়তা করার কারণেই ভারত-সহ অন্যান্য দেশকে কম টাকায় ভ্যাকসিন দিয়েছে সংস্থা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারকে এখনও ১৫০ টাকা ডোজ় প্রতি দামেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছে সেরাম। কেন্দ্রও জানিয়েছে, তারা বিনামূল্যেই টিকা রাজ্যের হাতে তুলে দেবে এবং কেন্দ্রের পাঠানো টিকা বেসরকারি হাসপাতালে ২৫০ টাকাতেই মিলবে। স্রেফ নির্মাতার কাছ থেকে সরাসরি যে টিকা আসবে তার জন্য অধিক টাকা দিতে হবে।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত মোট করোনা প্রতিষেধক পেয়েছেন ১৩ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১-তে। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪-এ।

আরও পড়ুন: টিকাকরণে দ্রুততা আনতে রাজ্যগুলিকে ‘ফিল্ড হাসপাতাল’ গড়ার পরামর্শ কেন্দ্রের

Next Article