নয়া দিল্লি: বলিউডের বেশ কিছু অভিনেতাকে বেনজির আক্রমণ করলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। শনিবার বলিউড অভিনেতা শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ এবং গীতিকার জাভেদ আখতারকে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ এর সদস্য বলে কটাক্ষ করেছেন। অতীতে নিন্দুকদের বিরুদ্ধে একাধিক বিজেপি নেতাকে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ শব্দবন্ধ প্রয়োগ করতে দেখা গিয়েছে। বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির নিন্দা করার জন্য দুই অভিনেতা ও গীতিকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন মধ্য প্রদেশের বিজেপি নেতা।
शबाना आजमी, नसीरुद्दीन शाह जैसे लोग टुकड़े-टुकड़े गैंग के स्लीपर सेल के एजेंट है जो सिर्फ भाजपा शासित राज्यों में हुई घटनाओं पर ही हल्ला मचाते हैं, जबकि कांग्रेस शासित राजस्थान और झारखंड जैसे राज्यों में हो रही घटनाओं पर मौन रहते हैं। अब ऐसे लोगों की कलई खुल चुकी हैं। pic.twitter.com/fPpaTLKbzx
— Dr Narottam Mishra (@drnarottammisra) September 2, 2022
নরোত্তম মিশ্র বলেন, “শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ এবং জাভেদ আখতারের মতো ব্যক্তিরা টুকড়ে টুকড়ে গ্যাংয়ের স্লিপার সেলের এজেন্ট। যাঁরা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে ঘটনা বিভিন্ন ঘটনা নিয়ে নিন্দা করতেই অভ্যস্ত।” গুজরাটের বিলকিস বানো মামলা সোচ্চার হয়েছিলেন বলিউড অভিনেত্রী সাবানা আজমি। ঘটনায় সাজাপ্রাপ্তদের ১৫ বছরের কারাদণ্ডের পর গুজরাট সরকার তাদের জেল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এনডিভির সঙ্গে সাক্ষাতকারে শাবানা জানিয়েছিলেন, “আমার বলার মতো কোনও কিছু নেই। আমি অত্যন্ত লজ্জিত। এছাড়া বলার মতো আর কোনও ভাষা খুঁজে পাচ্ছি না।”
শাবানাকে কটাক্ষ করে নরোত্তম মিশ্রের অভিযোগ, কংগ্রেস শাসিত রাজ্যে কোনও ঘটনা ঘটলে তা নিয়ে সোচ্চার হতে দেখা যায়না। তিনি বলেন, “রাজস্থানে কানহাইয়া লালকে যখন খুন করা হল অথবা ঝাড়খণ্ডে যখন মহিলাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হল, সেই নিয়ে শাবানা আজমি কখনও কোনও কিছু বলেননি এবং তাঁকে প্রতিবাদ করতেও দেখা যায়নি। টুকড়ে টুকড়ে গ্যাং এই ঘটনাগুলিকে চোখে দেখতে পায় না। এতে তাদের খারাপ মানসিকতা প্রকাশিত হয়। কীভাবে কেউ তাদের শিক্ষিত সমাজের প্রতিনিধি বলতে পারেন?” সম্প্রতি বিলকিস বানোর ঘটনায় জড়িত ১১ জনকে ছেড়ে দেওয়ায় প্রতিবাদে মহিলা ও ছাত্র সংগঠনের প্রতিবাদে সমাবেশে শাবানা আজমিকে যোগ দিতে দেখা গিয়েছিল।