নয়া দিল্লি : দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রার ডাক দিয়েছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত ৩,৫০০ কিলোমিটার যাত্রা করবে কংগ্রেস। আগামী ৭ সেপ্টেম্বর এর সূচনা করবেন রাহুল গান্ধী। ভারত জো়ড়ো যাত্রার আগেই কংগ্রেসের তরফে হাল্লা বোল ব়্যালির আয়োজন করা হয়েছে। দেশজুড়ে মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। রবিবার সেই মিছিলেই রামলীলা ময়দান থেকে বক্তব্য রাখবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে ভাষণের আগেই টুইটারে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। তবে এদিনের হাল্লা বোল সমাবেশে যোগ দেননি বেশ কয়েক জন জি ২৩ নেতা। তাঁদের মধ্যে রয়েছেন, আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি, শশী থারুর,পৃথ্বীরাজ চৌহান।
প্রসঙ্গত, কংগ্রেসের অন্দরে ভাঙনের ছবিটা বেশ কয়েকদিন ধরেই স্পষ্ট হয়ে গিয়েছে। কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ। কংগ্রেস ত্যাগ করে রাহুল গান্ধীকে তোপও দেগেছেন। দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন কংগ্রেস নেতা আনন্দ শর্মাও। এই পরিস্থিতিতে জি২৩ নেতাদের অনুপস্থিতিস নিয়ে শুরু হয়েছে গুঞ্জনও। প্রশ্ন উঠছে তাহলে কী আরও কংগ্রেসে ফাটল কি আরও চওড়া হচ্ছে?
তিনি এদিন মূল্যবৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করেন। রাহুল জানিয়েছেন, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ তিনি থামাবেন না। তিনি টুইটে লেখেন, ‘রাজা নিজের বন্ধুদের উপার্জনের উপায় খুঁজতে ব্যস্ত। মূল্যবৃদ্ধির কারণে প্রজারা ভীত। এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার আগে আম জনতাকে দশ বার ভাবতে হচ্ছে। আম জনতার এই সমস্যার জন্য দায়ী একমাত্র প্রধানমন্ত্রী। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সুর চড়াতে থাকব। রাজাকে তা শুনতে হবে।’ প্রসঙ্গত, অগস্টের শেষে প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর সঙ্গে ইটালিতে ছিলেন রাহুল গান্ধী। এই হাল্লা বোলের ব়্যালির আগেই রবিবার তিনি দিল্লি এসে পৌঁছোন।