ফের জঙ্গি হামলার ছক? ইমেলে শিরডি সাই বাবা মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি

Bomb Threat: ইতিমধ্যেই পুলিশ সতর্ক হয়েছে। মন্দিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সাইবাবা মন্দিরের নিরাপত্তা আধিকারিক রোহিদাস মালি শিরডি থানায় অভিযোগ দায়ের করেছেন।

ফের জঙ্গি হামলার ছক? ইমেলে শিরডি সাই বাবা মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি
সিরডি সাঁই বাবা মন্দিরে হুমকি।Image Credit source: X

|

May 03, 2025 | 2:28 PM

মুম্বই: পহেলগাঁও জঙ্গি হামলার আবহেই এবার শিরডি সাই বাবা মন্দিরে হামলার হুমকি। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। শুক্রবার সকালে এই ইমেল আসে। এরপরই মন্দিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার অজ্ঞাত পরিচয় ইমেল আইডি থেকে হুমকি মেল আসে। তাতে মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।  ইমেল পেতেই পুলিশে খবর দেওয়া হয়। ছড়ায় আতঙ্কও।

মন্দিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মন্দিরে আগত ভক্তদের স্ক্রিনিং করা হচ্ছে। সিসিটিভির উপরও নজর রাখা হচ্ছে। সন্দেহভাজন গতিবিধির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই পুলিশ সতর্ক হয়েছে। কে, কোথা থেকে হুমকি ইমেলটি পাঠিয়েছে, তার উৎস খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে ইমেলে আর কী লেখা ছিল, তা জানাতে নারাজ পুলিশ।

সাই বাবা মন্দিরের নিরাপত্তা আধিকারিক রোহিদাস মালি শিরডি থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রসঙ্গত, এর আগেও শিরডি সাই বাবা মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। তবে অধিকাংশই ভুয়ো হুমকি হিসাবেই তা প্রমাণিত হয়েছে। কিন্তু পহেলগাঁও জঙ্গি হামলার আবহে এই হুমকি ইমেলকে হালকা চালে দেখা হচ্ছে না।