Sanjay Raut on FIR: ‘সিবিআই-ইডিকে ব্যবহার করতে পারছে না, তাই…’ এফআইআর প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় রাউত

Sanjay Raut on FIR: গতকালই সঞ্জয় রাউতকে দিল্লিতে আটক করা হয়। দীর্ঘক্ষণ তাঁকে আটকে রাখা হয়েছিল বলেই জানা গিয়েছে। পুলিশের দাবি, একটি টিভি অনুষ্ঠানে প্রকাশ্যে এক বিজেপি (BJP) কর্মীদের হুমকি দিয়েছিলেন সঞ্জয় রাউত। এক বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে।

Sanjay Raut on FIR: 'সিবিআই-ইডিকে ব্যবহার করতে পারছে না, তাই...' এফআইআর প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় রাউত
বিজেপিকে তোপ শিব সেনার। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 4:17 PM

নয়া দিল্লি: একটি মারাঠি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দেওয়া ঘিরে বিতর্কে জড়িয়েছেন শিবসেনা (Shiv Sena) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী দীপ্তি রাওয়াত ভরদ্বাজ (Deepti Rawat Bhardwaj)।তার প্রেক্ষিতেই গতকালে সঞ্জয় রাউতকে আটক করে দিল্লি পুলিশ (Delhi Police)। সোমবার এই বিষয়ে প্রশ্ন করা হলে সঞ্জয় রাউত বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিজেপি অভিযোগ দায়ের করেছে। আমার কন্ঠস্বর চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

এ দিন সকালেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, “দলকে বদনাম করার জন্যই এটা করা হয়েছে। সিবিআই, ইডি বা আয়কর বিভাগকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে না পেরেই দলকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “দিল্লিতে আমার বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং আমার কন্ঠস্বরকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি একজন সাংসদ, আমার বিরুদ্ধে এইধরনের ভুয়ো অভিযোগ দায়ের করাকে সমর্থন করতে পারছি না।”

গতকালই সঞ্জয় রাউতকে দিল্লিতে আটক করা হয়। দীর্ঘক্ষণ তাঁকে আটকে রাখা হয়েছিল বলেই জানা গিয়েছে। পুলিশের দাবি, একটি টিভি অনুষ্ঠানে প্রকাশ্যে এক বিজেপি (BJP) কর্মীদের হুমকি দিয়েছিলেন সঞ্জয় রাউত। এক বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বর মান্ডওয়ালি পুলিশ স্টেশনে শিবসেনা নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দীপ্তি রাওয়াত ভরদ্বাজ (Deepti Rawat Bhardwaj)। ওই অভিযোগে জানানো হয়েছে, ৯ ডিসেম্বরই একটি মারাঠি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সেখানে তিনি বিজেপি কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক কিছু মন্তব্য় করেন।

দীপ্তি রাওয়াত ভরদ্বাজের দাবি, সাক্ষাৎকার চলাকালীনই নোংরা ভাষা ব্যবহার করেছেন সঞ্জয় রাউত এবং বিজেপি কর্মীদের হাত-পা ভেঙে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনি।

বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতেই সঞ্জয় রাউতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারা (মানহানির জন্য শাস্তি) ও ৫০৯ ধারা ( নারীর শালীনতাকে অপমানা করার জন্য শব্দ, অঙ্গভঙ্গি বা কাজ করা) মামলা দায়ের করা হয়। দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, গোটা বিষটি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে সঞ্জয় রাউতকে আটক করা হয়েছে।

এই বিষয়ে এখনও অবধি শিবসেনার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: Bangladeshi arrest in Kolkata: পাসপোর্টের ব্যবস্থা করত মাফুজুর, কলকাতায় ধৃত ১৭ বাংলাদেশির কাছে নেই বৈধ নথি

আরও পড়ুন: Coronavirus: স্বস্তি দিয়ে দেশে একদিনে আরও কমল মৃত্যুর সংখ্যা! তবে ৭ হাজারের আশেপাশেই সংক্রমণ