ভোপাল: মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। সেই ভোটে বিজেপিকে ভোট দিয়েছিলেন এক মুসলিম মহিলা। সে জন্য তাঁর পরিবারের লোকেরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার শুনে উদ্বেগ প্রকাশ করেছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি ওই মুসলিম মহিলার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সেই মতো শনিবার শিবরাজ সিং চৌহানের বাড়িতে এসে দেখা করলেন ওই মুসলিম মহিলা। দুই সন্তানকে নিয়ে এসেছিলেন তিনি। তাঁর সঙ্গে দেখা করে তাঁকে নিরাপত্তার আশ্বাস শিবরাজ দিয়েছেন বলে জানা গিয়েছে।
বিজেপিকে ভোট দিয়ে পরিবারের লোকের হাতে নিগ্রহের শিকার হওয়া ওই মুসলিম মহিলার নাম সামিনা। শনিবার তিনি শিবরাজের বাড়িতে এসে তাঁর সঙ্গে দেখা করেছেন। সেই সাক্ষাতে শিবরাজ তাঁকে নিরাপত্তার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন। বিজেপিকে ভোট দিয়ে নিগ্রহের প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি বিজেপিকে ভোট দিয়েছি জেনে আমাক দেওর আমাকে মেরেছিলেন। কেন আমি শিবরাজ সিং চৌহানের পার্টিকে ভোট দিয়েছি তা মারতে মারতে জিজ্ঞাসা করেছেন।” কিন্তু শিবরাজের সঙ্গে সাক্ষাতের পর অনেকটাই আশ্বস্ত ওই মহিলা। এই সাক্ষাত প্রসঙ্গে তিনি বলেছেন, “ভাইয়া (শিবরাজ) বলেছেন, আমার এবং আমার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করবেন। আমি যাকে চাইব তাঁকেই দিতে বলেছেন। সংবিধান এই অধিকার আমাদের দিয়েছে।”
দীর্ঘ দিন ধরেই মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন শিবরাজ সিং চৌহান। সদ্য সমাপ্ত ভোটে ২০০ আসনের মধ্যে ১৬৩টি আসনে জিতেছে বিজেপি। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সেখানে ফের গঠিত হবে বিজেপি সরকার। কিন্তু সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে শিবরাজই বহাল থাকবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে নিজেকে দসলের অনুগত সৈনিক হিসাবে পরিচয় দিয়ে শিবরাজ জানিয়েছেন তাঁর পরবর্তী লক্ষ্য আগামী লোকসভা ভোটে সব আসনে বিজেপির জয় নিশ্চিত করা।