
বেঙ্গালুরু: নিজের জমা অর্থ ভরসা করে রাখার জায়গা ব্যাঙ্ক। অনেকেই ব্যাঙ্কে টাকা রেখে নিশ্চিত থাকেন, কিন্তু সেই ব্যাঙ্কেই যদি টাকা অসুরক্ষিত হয়? যদি ব্যাঙ্ক থেকেই টাকা উধাও হয়ে যায়? তাও আবার হাজার বা লাখ টাকা নয়, তিন কোটি টাকা! সরকারি ব্যাঙ্কে এমনই ভয়ঙ্কর জালিয়াতি হল।
কানাড়া ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার পালিয়ে গেলেন গ্রাহকদের ঠকিয়ে। রাতারাতি ৩ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেলেন। মাথায় হাত গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মালেশ্বরমে।
প্রাথমিক জানা গিয়েছে, রঘু নামক ওই ব্যাঙ্ক ম্যানেজার ২১ জন গ্রাহকের নামে মোট ৩ কোটি টাকার ঋণ নেন এবং পালিয়ে যান। পুলিশ সূত্রে খবর, রঘু দীর্ঘদিন ধরেই গ্রাহকদের বিশ্বাস অর্জন করছিলেন। গ্রাহকদের কাছে নিজের ব্যক্তিগত সমস্যা-দুঃখের কথা বলতেন। কতটা আর্থিক সমস্যায় রয়েছেন, সেই কথাও বলতেন। তারপরে গ্রাহকদের কাছে লোন নিতে সাহায্য চাইতেন।
গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ওই ব্যাঙ্ক ম্যানেজার বলতেন যে তাঁর কাছে অনেক সোনা রয়েছে, ওই সোনার বিনিময়েই তিনি লোন নিতে চান, তবে যেহেতু তিনি নিজেই ব্যাঙ্কে চাকরি করেন, তাই নিজের নামে ঋণ নিতে সমস্যা হচ্ছে। সেই কারণেই গ্রাহকদের নামে লোনের আবেদন করতে চাইতেন। অনেক গ্রাহকই তাঁর কথায় বিশ্বাস করে ঋণের কাগজে সই করেছিলেন। রঘু সেই সুযোগ নিয়েই, নিজের পদের প্রভাব খাটিয়ে শুধুমাত্র গ্রাহকদের সই দেখিয়েই ঋণের অর্থ আদায় করেছিলেন। এর জন্য কোনও সোনাও জমা রাখেননি।
সম্প্রতি ব্যাঙ্কের আভ্যন্তরীণ অডিটের সময় আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসে। ততক্ষণে ব্যাঙ্কের ম্যানেজার টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন। গ্রাহকদের ঘাড়ে ঋণের বোঝা চাপতেই মালেশ্বরম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত ওই ব্যাঙ্কের ম্যানেজারের খোঁজ চলছে।