
মুম্বই: বিজেপি আর কংগ্রেস- এই দুই দল নাকি একে অপরের বিরোধী। কিন্তু ভোটে যদি এই দুই দলই জোট বাঁধে? এমনই চমক দিল বিজেপি আর কংগ্রেস। থানে জেলার অম্বরনাথ পুরসভার নির্বাচনে দুই দলের জোট বাঁধাকে কেন্দ্র করেই গোটা মহারাষ্ট্রে শোরগোল পড়ে গেল। যে বিজেপি এতদিন কংগ্রেস মুক্ত ভারতের প্রচার করেছে, তারাই ক্ষমতা ধরে রাখতে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কথা।
কেন জোট বাঁধছে কংগ্রেস আর বিজেপি? একনাথ শিন্ডের শিবসেনাকে দূরে রাখতেই এই পরিকল্পনা করেছিল বিজেপি-কংগ্রেস। তবে কংগ্রেস এই জোট বাঁধতে অস্বীকার করেছে এবং অম্বরনাথ ব্লকের প্রধান প্রদীপ পাটিল ও বাকি কর্পোরেটরদের সাসপেন্ড করা হল দলের নিয়ম লঙ্ঘন করার অপরাধে।
মহারাষ্ট্র পুরসভা নির্বাচনের আগেই চমক দিয়েছিল তিন দল। কংগ্রেস, বিজেপি ও অজিত পওয়ারের ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি জোট করে। এই জোটের নাম দেওয়া হয় অম্বরনাথ বিকাশ আগাড়ি। এই জোটে ১৪ জন বিজেপি কাউন্সিলর, ১২ জন কংগ্রেস কাউন্সিলর, এনসিপির ৪ জন কাউন্সিলর এবং একজন নির্দল কর্পোরেটর ছিল। পুরসভার প্রেসিডেন্ট যোগ দেওয়ায় মোট সংখ্যা ৩২-এ পৌঁছয়। বিজেপি সহজেই পুরসভায় জিতে যায়।
এদিকে, এই নিয়ে বিতর্ক শুরু হতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বিজেপি নেতাদের চরম সমালোচনা করেছেন কংগ্রেস ও এআইএমআইএমের সঙ্গে জোট বাধা নিয়ে। তিনি সাফ জানিয়েছেন, এই ধরনের জোটে সম্মতি দেয়নি দলের শীর্ষ নেতৃত্ব।
গত ডিসেম্বরে দুই ধাপে মহারাষ্ট্রে পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। বিজেপি ৬২ শতাংশ আসনে জয়ী হয়েছিল। আগামী ১৫ জানুয়ারি বৃহ্নমুম্বই পুরসভা নির্বাচন রয়েছে।