সুশ্রুতের হাতে চিকিৎসা নাকি! শিশুর কপালে ৭টা সেলাই করে হাসপাতাল বিল ধরাল ১ লাখ ৬০ হাজার টাকার!
Hospital Bill: একটি শিশু পড়ে গিয়ে আঘাত পেয়েছিল, তার মাথা ফেটে রক্ত বেরচ্ছিল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দেখে ক্ষতস্থানে ৭টি সেলাই করে দেয়। হাসপাতালে থাকারও প্রয়োজন পড়েনি।

আহমেদাবাদ: বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ অনেক। এ কথা সকলেরই জানা। তাই বলে এত? সামান্য সাতটা সেলাই পড়ল শিশুর মাথায়, হাসপাতাল তার জন্য বিল ধরাল ১ লক্ষ ৬০ হাজার টাকাও বেশি। এই বিল দেখে তো পরিবারের চক্ষু চড়কগাছ। কোন হিসাবে বিল লাখ টাকা ছাড়িয়ে গেল, তা বুঝেই উঠতে পারছেন না তারা।
ঘটনাটি ঘটেছে গুজরাটের একটি বেসরকারি হাসপাতালে। একটি শিশু পড়ে গিয়ে আঘাত পেয়েছিল, তার মাথা ফেটে রক্ত বেরচ্ছিল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দেখে ক্ষতস্থানে ৭টি সেলাই করে দেয়। হাসপাতালে থাকারও প্রয়োজন পড়েনি। কিছুক্ষণেই শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।
তবে গণ্ডগোল বাধে বিল পেমেন্টের সময়। পরিবারের সদস্যরা ভেবেছিলেন সর্বাধিক ৩-৪ হাজার টাকা খরচ হতে পারে। কিন্তু তাদের হাতে যে বিল ধরানো হয়, তাতে টাকার পরিমাণ ছিল ১ লক্ষ ৬০ হাজার ৯১০ টাকা। সেই হিসাবে এক একটি সেলাইয়ের জন্যই খরচ হয়েছে ২২ হাজার ৮৫৭ টাকা!
পরিবার জানিয়েছে শুধু ক্ষতস্থান সাফ করা এবং সেলাই ছাড়া আর কিছুই করা হয়নি। তাতেই এই বিপুল বিল দেখে অবাক সকলে। হাসপাতাল বিমা কোম্পানির কাছেও টাকা ক্লেম করেছে। সেই বিলে একজন সার্জনের ভিজিট ফি ৬১ হাজার ১২০ টাকা দেখানো হয়েছে। বিমা কোম্পানি এবং হাসপাতালের মধ্যে যোগসাজশের অভিযোগ তুলেছে শিশুটির পরিবার।





