
নয়াদিল্লি: সিঁদুর দেখিয়েছে একতা, সিঁদুর দেখিয়েছে জবাব দিতে পারে ভারতের প্রতিটা নাগরিক। এবার সেই সিঁদুরে ‘যোগদানের’ জন্য ১০ বছরের খুদে ছেলেকে ‘নাগরিক সম্মান’ দিল ভারতীয় সেনা। জানা গিয়েছে, সেনার থেকে এই সম্মান পাওয়া কনিষ্ঠ নাগরিক সে।
সেই সম্মানপ্রাপ্ত খুদের নাম শ্রবণ সিং। পঞ্জাবের ফিরোজপুরে একদম পাকিস্তান লাগোয়া গ্রামে থাকে সে। ভারতের প্রত্যাঘাতের পর পাক সেনা সবচেয়ে বেশি অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল এই এলাকাগুলিতেই। তবে ভারতীয় সেনার সামনে টিকতে পারেনি তারা। সেনা সূত্রে জানা গিয়েছে, সিঁদুর অভিযানে যখন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সেনা। সেই সময় তাদের সঙ্গে ‘যোগ’ দিয়েছিল শ্রবণও। নিজের বয়সের তোয়াক্কা না করেই নেমে পড়েছিল ‘ময়দানে’।
কিন্তু এই টুকু বয়সে কীভাবে সংঘর্ষে ‘যোগ’ দিয়েছিল শ্রবণ? তার তো স্কুলে যাওয়ার বয়স। খেলাধুলার বয়স। সেনা সূত্রে জানা গিয়েছে, যখন পাকিস্তানের সেনা-জঙ্গিদের সঙ্গে লড়ছে ভারতীয় সেনা। সেই সময় তাদের জন্য জল, চা, দুধ, লস্যি ও বরফ নিজের বাড়ি থেকে এনে দিত শ্রবণ।
#IndianArmy honours little boy Shravan Singh, who helped soldiers in Amritsar border by bringing water, milk, lassi, ice from his house during #operation_sindoor .#Sardar for a reason. Nation First! pic.twitter.com/1r686sFpYV
— Major Madhan Kumar 🇮🇳 (@major_madhan) May 28, 2025
যুদ্ধ জিততে যে শুধুই বন্দুক প্রয়োজন হয় না, শ্রবণের উদ্যোগ ফের তেমনটাই প্রমাণ করে গেল। এদিন সংবাদসংস্থা পিটিআই-কে শ্রবণ জানিয়েছে, ‘আমি বড় হয়ে সেনায় যোগ দিতে চাই। দেশের সেবা করতে চাই।’ শ্রবণের কাজে গর্বিত তাঁর বাবাও। তিনি জানিয়েছেন, ‘ওর উপর আমাদের গর্ব বোধ হয়। এমনকি, জওয়ানরাও ওকে খুব ভালবাসে।’