Sikkim Flood: তিস্তার পাড়ে ভেসে আসছে অস্ত্রশস্ত্র-বিস্ফোরকও! বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন

Sikkim Government: প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর সিকিমের চুংথাম এলাকার এক়টি সেনা ছাউনি ভেসে যাওয়ায় প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকও জলের তোড়ে ভেসে গিয়েছে। সেনার তরফে জনসাধারণকে সতর্ক করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Sikkim Flood: তিস্তার পাড়ে ভেসে আসছে অস্ত্রশস্ত্র-বিস্ফোরকও! বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন
হড়পা বানে ভেসে গিয়েছে সেনার গাড়িও।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 6:40 PM

গ্যাংটক: ভয়াবহ অবস্থা সিকিমের (Sikkim)। লাগাতার বৃষ্টি, লোনক হ্রদে ফাটল ও হড়পা বানের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। সিংথামের (singtham) কাছে অবস্থিত একটি সেনা ছাউনি ভেসে যায় বুধবার। নিখোঁজ হয়ে যান ২৩ জন জওয়ান। এখনও অবধি ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে কয়েকজন জওয়ানেরও দেহ রয়েছে। বন্যা পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার সিকিম সরকারের তরফে বিশেষ সতর্কতা জারি করা হল। হড়পা বানে সেনা ছাউনি ভেসে যাওয়ায় প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকও ভেসে গিয়েছে। সাধারণ জনগণকে এই অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক নিয়ে সতর্ক থাকতে বলা হল। 

সিকিমের রাজ্য রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফে এ দিন সতর্কতা জারি করে বলা হয়, “তিস্তার পাড়ে ভেসে আসা বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। দয়া করে এই অস্ত্রশস্ত্রগুলি দেখতে পেলে তুলবেন না,  এতে বিস্ফোরণ বা গুরুতর আঘাত লাগতে পারে।”  

প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর সিকিমের চুংথাম এলাকার এক়টি সেনা ছাউনি ভেসে যাওয়ায় প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকও জলের তোড়ে ভেসে গিয়েছে। সেনার তরফে জনসাধারণকে সতর্ক করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ দিন সকালেই সিকিম সরকারের তরফে হড়পা বান ও তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতিকে বিপর্যয় বলে ঘোষণা করা হয়। লাগু করা হয়েছে বিপর্যয় মোকাবিলা আইন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও অবধি ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ ২৩ জওয়ান সহ কমপক্ষে ১০২ জন। সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হড়পা বানে উত্তর সিকিমের মোট ৪টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গন জেলার চুংথাম। তিস্তা নদীর উপরে অবস্থিত একটি জলবিদ্যুৎ প্রকল্পও সম্পূর্ণ ধুয়েমুছে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই প্রকল্প পুনরায় তৈরি করতে খরচ প্রায় কয়েক হাজার কোটি টাকা।