Sikkim: রাক্ষুসে তিস্তা! দোতলা সমান উঠল জল, সিকিম থেকে বিচ্ছিন্ন চুংথাম

Sikkim Weather: সিকিমের উঁচু এলকায় ঢুকে পড়েছে নদীর জল। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে ব্রিজ। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার উপর থেকেই বইছে জল। প্রাথমিক ভাবে জানতে পারা গিয়েছে, রাত্রিবেলায় হু হু করে জল ঢুকে পড়ে এলাকায়।

Sikkim: রাক্ষুসে তিস্তা! দোতলা সমান উঠল জল, সিকিম থেকে বিচ্ছিন্ন চুংথাম
তিস্তার অবস্থা Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 7:19 AM

সিকিম: ছবি দেখে বোঝা দায় নদী না সমুদ্র। ক্রমশ ভয়াল রূপ ধারণ করছে তিস্তা। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা সমস্ত কিছু। জানা যাচ্ছে সিকিমের চুংথামে ব্যাপক জলস্ফীতি হয়েছে। একটি লেক ভেঙে পড়েছে। সেই জল গিয়ে ঢুকছে তিস্তায়। এ দিকে, জল ধরে রাখতে না পেরে তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে প্রায় ৩৪৮৪ কিউমেক জল। তবে এখনও সতর্কতা জারি করেনি সেচ দফতর।

ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাড়ি ঘর

সিকিমের উঁচু এলকায় ঢুকে পড়েছে নদীর জল। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে ব্রিজ। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার উপর থেকেই বইছে জল। প্রাথমিক ভাবে জানতে পারা গিয়েছে, রাত্রিবেলায় হু হু করে জল ঢুকে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন যে, আচমকাই জলস্তর দোতলা বাড়ির সমান বেড়ে গিয়েছে। এলাকার জল বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। জল ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলত সেই কারণেই জল ছাড়ার কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, নিম্নচাপের জেরে এ রাজ্যে বিগত কয়েকদিন যাবত বৃষ্টি হয়েই চলেছে। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা-তোর্সা, জলঢাকা, রায়ডাক, সঙ্কোশের মতো পাহাড়ি নদীগুলি যেন ক্ষোভে ফুঁসছে। বৃষ্টির পরিমাণ এতটাই বেড়েছে যে, তিস্তায় সম্ভব হচ্ছে না জল ধরে রাখা। একই সঙ্গে অনুমান করা হচ্ছে হিমবাহ ভেঙে পড়ার জন্যও এই দুর্গতি হয়েছে।