
কলকাতা: শারদীয়া তথা নবরাত্রিকে আরও আনন্দের করে তুলতে, নেটওয়ার্ক ৯ গ্রুপ আয়োজন করেছে TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। এই অনুষ্ঠানের প্রথম তিন দিন ছিল বিশেষ, বর্ণিল অনুষ্ঠান। এবার চতুর্থ দিনটিও বিশেষ হতে চলেছে।
এবার সে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলতে, বলিউডের গায়ক শান থাকছেন ১ অক্টোবরের উৎসবে। এই অনুষ্ঠানে গায়ক শানের একটি লাইভ পারফর্মেন্স হওয়ার কথা রয়েছে। যে কেউ এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন। শানের কনসার্টের টিকিট বুকমাইশো অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। টিকিট সীমিত, তাই শীঘ্রই বুক করুন।
১ অক্টোবর সন্ধ্যা ৭টায় হবে সেই অনুষ্ঠান। প্রায় এক ঘণ্টা মঞ্চে থাকবেন তিনি। তাঁর গান আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যেতে পারে, যেখানে কেবল একটি সুরেলা কণ্ঠ এবং প্রেমময় গানই প্রতিধ্বনিত হবে।
শানকে সরাসরি দেখতে, BookMyShow-এর মাধ্যমে দ্রুত আপনার TV9 ফেস্টের টিকিট বুক করতে হবে এবং সন্ধ্যা ৭টার মধ্যে ইন্ডিয়া গেটের কাছে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে পৌঁছে যেতে হবে।
এই ফেস্টে হস্তশিল্প থেকে শুরু করে বড় ব্র্যান্ডের পণ্য, সবকিছুই কিনতে পারবেন। বিভিন্ন ধরণের স্টল বসানো হয়েছে এবং খাবারের স্টলগুলিতে বিভিন্ন ধরণের স্বাদের খাবার রয়েছে। বর্তমানে, উৎসবে গ্র্যান্ড দুর্গা পূজা, আরতি, লাইভ ডিজে বিট এবং ডান্ডিয়া নাইটের মতো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ২ অক্টোবর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।