Single Use Plastic Ban: নিষিদ্ধ প্লাস্টিক! সিগারেটের প্যাকেট থেকে কাপ-প্লেট, ইয়ারবাডস, বাতিল আর কী কী?

Single Use Plastic Ban in India: ১ জুলাই থেকে ভারতে নিষিদ্ধ করা হচ্ছে বেশ কিছু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য। দেখে নিন তালিকা।

Single Use Plastic Ban: নিষিদ্ধ প্লাস্টিক! সিগারেটের প্যাকেট থেকে কাপ-প্লেট, ইয়ারবাডস, বাতিল আর কী কী?
নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 28, 2022 | 11:45 PM

নয়া দিল্লি: ১ জুলাই থেকে সারা দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি বেশ কিছু পণ্যের উত্পাদন, আমদানি, মজুদ, বিতরণ, বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ হয়ে যাচ্ছে। মঙ্গলবার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, যে পণ্যগুলির ব্যবহার কম এবং যেগুলি থেকে আবর্জনা তৈরির উচ্চ সম্ভাবনা রয়েছে, প্লাস্টিকের তৈরি সেই পণ্যগুলিই নিষিদ্ধ করা হচ্ছে। কোন কোন পণ্যগুলি সামনের মাস থেকে নিষিদ্ধ হচ্ছে, তার একটা তালিকাও দেওয়া হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। এক বিবৃতিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক বলেছে, ‘১ জুলাই, ২০২২ থেকে পলিস্টাইরিন এবং সম্প্রসারিত পলিস্টাইরিন-সহ একক-ব্যবহারযোগ্য প্লাস্টিক উত্পাদন, আমদানি, মজুদ, বিতরণ, বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করা হবে।’

কী কী পণ্য নিষিদ্ধ?

বেলুনের নিচে লাগানো প্লাস্টিকের লাঠি

সিগারেটের প্যাকেট

প্লেট, কাপ, চশমা, কাঁটাচামচ, চামচ, ছুরি, ট্রে-সহ বিভিন্ন প্লাস্টিকের বাসন-কোসন

কান পরিষ্কার করার ইয়ারবাডস

মিষ্টির বাক্স

প্লাস্টিকের তৈরি আমন্ত্রণ পত্র

১০০ মাইক্রনের কম স্থূলতার পিভিসি ব্যানার

জুলাই থেকে কীভাবে প্লাস্টিক নিষেধাজ্ঞা কার্যকর হবে?

একক-ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষেধাজ্ঞা ঠিকঠাকভাবে মানা হচ্ছে কি না তা দেখবে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা CPCB এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (SPCBs)। এই দুই পর্ষদ এই বিষয়ে নিয়মিত কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রককে রিপোর্ট করবে। সূত্রের খবর, ইতিমধ্যেই উপরে বলা নিষিদ্ধ পণ্যগুলির সঙ্গে জড়িত শিল্পগুলিতে যাতে কাঁচামাল সরবরাহ না করা হয়, এই বিষয়ে জাতীয়, রাজ্য এবং স্থানীয় স্তরে নির্দেশ জারি করেছে সিপিসিবি। স্থানীয় কর্তৃপক্ষকে বলা হয়েছে, নিষিদ্ধ পণ্যগুলি বিক্রি করা হবে না, এই শর্তেই নতুন বাণিজ্যিক লাইসেন্স ইস্যু করতে হবে। তার থেকেও গুরুত্বপূর্ণ হল, কোনও দোকানে নিষিদ্ধ পণ্যগুলি বিক্রি করা হচ্ছে, এমন প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বাণিজ্যিক লাইসেন্স বাতিল করা হবে।

সিঙ্গল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য বলতে বোঝায়, প্লাস্টিকের যে পণ্যগুলি একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়। রাস্তার ধারের রোল-চাউমিনের দোকানে যে প্লাস্টিকের প্লেট, চামচ-কাটা চামচ দেওয়া হয়, তা খাওয়ার পর ফেলে দেওয়া হয়। এই প্লাস্টিকের পণ্যগুলি হল সিঙ্গল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক দিয়ে বর্তমানে বহু পণ্য তৈরি হয় এবং সেগুলি ব্যাপকভাবে ব্যবহারও করা হয়। এর মধ্যে সবথেকে বেশি তৈরি এবং ব্যবহার হয় যে পণ্যগুলি সেগুলির মধ্যে রয়েছে – বিভিন্ন পণ্যের প্যাকেজিং, বোতল, ফেস মাস্ক, পলিথিন ব্যাগ, কফি/চা কাপ, খাবারের প্যাকেজিং ইত্যাদি।