
পটনা: বিহারে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনের পর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। তারপরই বিরাট দাবি করে বসেছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর দাবি, খসড়া ভোটার তালিকা তাঁর নামই নেই! তিনি কীভাবে নির্বাচনে লড়বেন?
তেজস্বী যাদবের এই দাবিতে হইচই পড়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের তরফে লালু-পুত্রের ভুল ধরিয়ে দেওয়া হয়। জানানো হয়, ৪১৬ নম্বরে তেজস্বী যাদবের নাম রয়েছে।
খসড়া ভোটার তালিকায় ভোটারদের নাম খোঁজা যায় সহজেই। কীভাবে নাম খুঁজবেন, জেনে নিন।
প্রথমে https://www.nvsp.in-এ ক্লিক করুন।
‘ভোটার লিস্ট সার্চ’- এ ক্লিক করুন।
অথবা https://electoralsearch.eci.gov.in -এ ক্লিক করুন।
নাম, বয়স এবং জেলা অনুসারে সার্চ করুন।
নাম তালিকাভুক্ত থাকলে, বুথ, সিরিয়াল নম্বর, EPIC নম্বর এবং অন্যান্য তথ্য দেখা যাবে।
মোবাইল অ্যাপ:
এসএমএস: