UP SIR: যোগী রাজ্যে একধাক্কায় প্রায় তিন কোটি কমে গেল ভোটার! কী বলছে নির্বাচন কমিশন?

SIR in Uttar Pradesh: পুরনো ভোটার লিস্টে ১৫ কোটিরও বেশি ভোটারের নাম ছিল। এবার এসআইআর শুরু হওয়ার পর ১২ কোটি ভোটার এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। ১৮ শতাংশ ভোটার ফর্ম জমা দেননি। এদের নামই খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।  

UP SIR: যোগী রাজ্যে একধাক্কায় প্রায় তিন কোটি কমে গেল ভোটার! কী বলছে নির্বাচন কমিশন?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Jan 06, 2026 | 4:49 PM

লখনউ: উত্তর প্রদেশে প্রকাশিত খসড়া ভোটার তালিকা। লিস্ট থেকে বাদ গেল ২.৮৯ কোটি ভোটারের নাম। একধাক্কায় ১৫ কোটি ভোটার থেকে উত্তর প্রদেশে ভোটার কমে দাঁড়াল ১২ কোটিতে। এ কথা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক।

উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, পুরনো ভোটার লিস্টে ১৫ কোটিরও বেশি ভোটারের নাম ছিল। এবার এসআইআর শুরু হওয়ার পর ১২ কোটি ভোটার এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। ১৮ শতাংশ ভোটার ফর্ম জমা দেননি। এদের নামই খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নাম বাদ যাওয়ার তালিকায় ৪৬.২৩ লাখ ভোটার মৃত। ২.১৭ কোটি ভোটার স্থানান্তরিত হয়ে গিয়েছে। ২৫.৪৭ লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় পাওয়া গিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিও সহযোগিতা করেছে বলে জানিয়েছে কমিশন।

সোমবার প্রকাশ হয়েছে উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা। এখন নির্বাচন কমিশনে কেউ অভিযোগ বা দাবি জানাতে পারবেন। যাদের নাম বাদ পড়েছে, তারা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে  পারবেন। অন্যদিকে, ৬ জানুয়ারি থেকে নোটিস পিরিয়ড শুরু হবে, যেসব ভোটারদের ম্যাপিং হয়নি, তাদের ডাকা হবে।

কমিশন জানিয়েছে, ৯১ শতাংশের বেশি ভোটার ম্যাপিং হয়ে গিয়েছে। যাদের ম্যাপিং বাকি আছে, তাদের নোটিস পাঠানো হবে। আগামী ৬ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

যাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে, তাদের আর নতুন করে ফর্ম ৬ পূরণ করার দরকার নেই। যদি খসড়া ভোটার তালিকায় নাম বাদ যায়, তাহলে ফর্ম ৬ পূরণ করতে হবে। যারা স্থানান্তরিত হয়ে গিয়েছেন, তারা বিএলও-কে যোগাযোগ করে তথ্য ফর্ম ৮ পূরণ করে জমা দিতে পারবেন।