বারাণসী: বিজেপি দেশের ক্ষমতায় আসার পর থেকেই দলীয় নেতাদের সৌজন্যে বিভিন্ন সময় গোবর-গোমূত্র নিয়ে বিতর্ক দেখা গিয়েছে। এবার গোবর নিয়ে অবাক করা এক পরিস্থিতির মুখে পড়লেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবার উত্তর প্রদেশের বারাণসীর ভীমনগর কলোনির সিকরউল এলাকায় এক সাফাই অভিযানে অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই এক মহিলা তাঁর কাছে অদ্ভূত এক আবদার করেন। চিন্তাদেবী নামে জনৈক মহিলা কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, যে পার্কে তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা, তার ঠিক আশেপাশে গোবর জমা হয়ে রয়েছে। দু’দিনের বারণসী সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে এমন অবস্থায় পড়বেন সেকথা স্থানীয় বিজেপি নেতৃত্ব কল্পনাও করতে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ওই মহিলা দাবি জানিয়েছিলেন, জমে থাকা গোবর পরিষ্কার করতে সাহায্যের প্রয়োজন।
মহিলার থেকে অভিযোগ পেয়ে অবাক কাণ্ড ঘটিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অভিযোগ পেয়ে ওই পার্কের সামনে গিয়ে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে গিয়ে গোবর দেখতে পেয়ে হাতে কোদাল নিয়ে গোবর পরিষ্কার করতে শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি ইরানিকে গোবর পরিষ্কার করতে দেখে বারাণসী জেলা বিজেপির সভাপতি হংসরাজ বিশ্বকর্মা এবং অন্যান্য বিজেপি কর্মীরা গোবর পরিষ্কার অভিযানে হাত লাগিয়েছেন। গোবর পরিষ্কার করার পাশাপাশি সেখানে উপস্থিত উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী এবং অন্যান্য জনপ্রতিনিধিদের যাবতীয় সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিন বারাণসীতে গোবর পরিষ্কারের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে উপস্থিত স্বাস্থ্য দফতরের আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধাগুলি যেন সঠিকভাবে স্থানীয় মানুষদের কাছে পৌঁছে যায়। উত্তর প্রদেশের স্বাস্থ্য ব্যবস্থায় প্রশংসা শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর গলায়। এদিন এক মহিলাকে পোলিও খাইয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কমিউনিটি হেলথ অফিসার প্রিয়া মাল কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে এই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিকাঠামো এতটাই ভাল যে, যে স্থানীয় বাসিন্দারা সবধরনের পরিষেবা এখানেই পেয়ে থাকেন।
বারাণসী: বিজেপি দেশের ক্ষমতায় আসার পর থেকেই দলীয় নেতাদের সৌজন্যে বিভিন্ন সময় গোবর-গোমূত্র নিয়ে বিতর্ক দেখা গিয়েছে। এবার গোবর নিয়ে অবাক করা এক পরিস্থিতির মুখে পড়লেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবার উত্তর প্রদেশের বারাণসীর ভীমনগর কলোনির সিকরউল এলাকায় এক সাফাই অভিযানে অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই এক মহিলা তাঁর কাছে অদ্ভূত এক আবদার করেন। চিন্তাদেবী নামে জনৈক মহিলা কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, যে পার্কে তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা, তার ঠিক আশেপাশে গোবর জমা হয়ে রয়েছে। দু’দিনের বারণসী সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে এমন অবস্থায় পড়বেন সেকথা স্থানীয় বিজেপি নেতৃত্ব কল্পনাও করতে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ওই মহিলা দাবি জানিয়েছিলেন, জমে থাকা গোবর পরিষ্কার করতে সাহায্যের প্রয়োজন।
মহিলার থেকে অভিযোগ পেয়ে অবাক কাণ্ড ঘটিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অভিযোগ পেয়ে ওই পার্কের সামনে গিয়ে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে গিয়ে গোবর দেখতে পেয়ে হাতে কোদাল নিয়ে গোবর পরিষ্কার করতে শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি ইরানিকে গোবর পরিষ্কার করতে দেখে বারাণসী জেলা বিজেপির সভাপতি হংসরাজ বিশ্বকর্মা এবং অন্যান্য বিজেপি কর্মীরা গোবর পরিষ্কার অভিযানে হাত লাগিয়েছেন। গোবর পরিষ্কার করার পাশাপাশি সেখানে উপস্থিত উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী এবং অন্যান্য জনপ্রতিনিধিদের যাবতীয় সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিন বারাণসীতে গোবর পরিষ্কারের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে উপস্থিত স্বাস্থ্য দফতরের আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধাগুলি যেন সঠিকভাবে স্থানীয় মানুষদের কাছে পৌঁছে যায়। উত্তর প্রদেশের স্বাস্থ্য ব্যবস্থায় প্রশংসা শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর গলায়। এদিন এক মহিলাকে পোলিও খাইয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কমিউনিটি হেলথ অফিসার প্রিয়া মাল কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে এই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিকাঠামো এতটাই ভাল যে, যে স্থানীয় বাসিন্দারা সবধরনের পরিষেবা এখানেই পেয়ে থাকেন।