নয়া দিল্লি: ফেসবুক বা ইন্সটাগ্রাম খুললেই এখন একটাই ছবি, গিবলি। সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং গিবলি। সবাই নিজের অ্যানিম ছবি তৈরি করতেই ব্যস্ত। বলিউডের ছবি থেকে শুরু করে নিজস্ব ছবি, সবাই এখন গিবলিতে মেতে। অনেকে আবার বুঝতেই পারছেন না এই গিবলি কি? খায় না মাথায় দেয়। অনেকেই আবার উত্তর খুঁজছেন, কীভাবে তৈরি করতে হবে এই গিবলি আর্ট?
স্টুডিয়ো গিবলি হল জাপানিজ একটি অ্যানিমেশন কোম্পানি, যারা অ্যানিমেশন ছবি দিয়ে গল্প বলে। হায়াও মিয়াজাকি এর প্রতিষ্ঠাতা। তার তৈরি অন্যতম জনপ্রিয় ক্যারেক্টার হল টোটোরো ও কিকি।
সোশ্য়াল মিডিয়া জুড়ে এই ট্রেন্ড শুরু হয়েছে ওপেনএআই-র চ্যাটজিপিটি ৪০ তাদের নতুন ফিচার আনার জন্য। কোনও ছবি দিলেই তা জাপানিজ অ্যানিমে স্টাইলে সেই ছবি তৈরি করে দেওয়া হচ্ছে। তবে চাইলেই কিন্তু চ্যাটজিপিটি দিয়ে গিবলি ছবি তৈরি করা যাচ্ছে না। প্রথম তিনটি ছবি ফ্রি পাওয়া গেলেও, বাকি ছবির জন্য সাবস্ক্রিপশন দরকার। চ্যাটজিপিটি প্লাস, প্রো, টিম বা সিলেক্ট সাবক্রিপশন থাকলেই এই ছবি বানানো যাচ্ছে।
ওপেনএআই ছাড়াও আপনি চাইলে জেমিনি এআই প্ল্যাটফর্ম থেকে গিবলি ছবি তৈরি করতে পারেন।
এছাড়াও ডিপএআই, ক্রেয়ন, প্লেগ্রাউন্ড এআই-র মতো থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়েও গিবলি ছবি তৈরি করতে পারেন।