Yogi Adityanath: ফ্রান্সের দাঙ্গা থামাতে প্রয়োজন যোগী আদিত্যনাথকে! ভাইরাল টুইট দেখে মুখ্য়মন্ত্রীর অফিস বলল…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 02, 2023 | 9:43 AM

France Riot: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে দাবি করা হয়েছে, ফ্রান্সের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পাঠানো হোক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথকে।

Yogi Adityanath: ফ্রান্সের দাঙ্গা থামাতে প্রয়োজন যোগী আদিত্যনাথকে! ভাইরাল টুইট দেখে মুখ্য়মন্ত্রীর অফিস বলল...
ফ্রান্সে দাঙ্গা থামাতে যাবেন যোগী আদিত্য়নাথ?
Image Credit source: TV9 বাংলা

Follow Us

লখনউ: ১৭ বছরের এক কিশোরের মৃত্যু ঘিরে উত্তাল ফ্রান্স (France)। অশান্তির আগুন জ্বলছে বিগত পাঁচদিন ধরে। কার্যত দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সে দেশের সরকারের তরফে বিশাল পুলিশ বাহিনী নামানো হলেও, পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই কঠিন পরিস্থিতির মাঝেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে দাবি করা হয়েছে, ফ্রান্সের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পাঠানো হোক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ(Yogi Adityanath)-কে। ফ্রান্সে গেলে ২৪ ঘণ্টার মধ্যেই দাঙ্গা পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলবেন যোগ, এমনটাই দাবি করা হয়। এবার সেই পোস্টেরই জবাব দেওয়া হল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসের তরফে। সেই টুইটে বলা হয়, “বিশ্বে যখনই দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সেই বিরূপ পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলে যোগী মডেলই অনুসরণ করেন।”

সোশ্য়াল মিডিয়ায় মজাচ্ছলে করা টুইটেরই জবাব দেওয়া হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস থেকে। ফ্রান্সে যোগী আদিত্যনাথের প্রয়োজন, এই দাবির জবাব দিয়ে বলা হয়, “যখনই চরমপন্থীরা দাঙ্গার আগুন উসকে দেয়, বিশ্বের যে কোনও প্রান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অশান্তির সৃষ্টি হয়, তখন সকলে আইন-শৃঙ্খলা ফেরাতে যোগী মডেলই অনুসরণ করেন, যা মহারাজজি উত্তর প্রদেশে চালু করেছেন।”

যদিও উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রীর দফতর থেকে করা এই টুইট ঘিরেও বিস্তর জলঘোলা হচ্ছে। অধ্যাপক এন জন ক্যাম নামক যে ব্যক্তির টুইটের রিপ্লাই করা হয়েছিল, তা আসলে ভুয়ো আক্য়াউন্ট, এমনটাই দাবি করা হয়েছে। এই নিয়ে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি কটাক্ষ করে বলেন, “যোগী আদিত্য়নাথের অফিস বিদেশীদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য় এতটাই ক্ষুধার্ত যে এটাও দেখেনি অ্যাকাউন্টটা ভুয়ো। আমরা লখিমপুর খেরি ও হাতরসে আসল যোগী মডেল দেখেছি।”

Next Article