
বেঙ্গালুরু: যৌনতার প্রলোভনে পা দিয়ে প্রতারিত হলেন বেসরকারি সংস্থার এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। অনলাইনে যৌনকর্মী খুঁজেছিলেন ওই ২৫ বছরের ওই যুবক। খোঁজ করার পরই তাঁর কাছে আসে ফোন। এসকর্ট সার্ভিস সংক্রান্ত বিস্তারিত জানানো হয়। তার পরই নানা অছিলায় সাড়ে ৪৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু যৌনকর্মীর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি ওই যুবকের। পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার থাকেন বেঙ্গালুরুর কুন্দলাখালিতে। সেখানে পেয়িং গেস্ট হিসাবে থাকেন তিনি। যৌনকর্মীর খোঁজে প্রতারিত হয়ে তিনি অভিযোগও দায়ের করেছেন থানায়।
ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অনলাইনে এসকর্ট সার্ভিসের নম্বর পেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন যুবক। এর কিছুক্ষণ পর ফোন আসে। ২ ঘণ্টার জন্য ৪ হাজার টাকা দেওয়ার কথা বলে। কিন্তু আরও বিভিন্ন কথা বলে প্রতারক টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। কিন্তু মহিলার সন্ধান দেয়নি প্রতারকরা।
ঘটনা নিয়ে সাইবার প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ। ২০২৩ সালে বেঙ্গালুরুতে সাইবার অপরাধ তার আগের বছরের তুলনায় ৭৭ শতাংশ বেড়েছে। গত বছর কর্নাটকে মোট ১৭ হাজার ৬২৩টি মামলা দায়ের হয়েছে সাইবার অপরাধ সংক্রান্ত। এর মধ্যে ৬ হাজার ৪২২টি বেঙ্গালুরুতে। কিন্তু এই সব অপরাধের তদন্তের সাফল্যও মোটেই উল্লেখযোগ্য নয়। অধিকাংশ ক্ষেত্রেই প্রতারকদের ধরা সম্ভব হচ্ছে না। ১৭ হাজার ৬২৩ মামলার মধ্যে মাত্র ১ হাজার ২৭১টি মামলার সমাধান করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।