Gandhi Famili in Ranthambore: ৩৭ বছর পর ফের রণথম্বোরে পুরো গান্ধী পরিবার, মায়ের জন্মদিনে কী করলেন রাহুল-প্রিয়াঙ্কা?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 10, 2022 | 12:00 AM

Gandhi family in Ranthambore: রাজস্থানের রণথম্বোরে ৩৭ বছর পর ফের একত্রিত হল গান্ধী পরিবার। দেখুন কীভাবে মা সনিয়া গান্ধীর জন্মদিন উদযাপন করলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।

1 / 6
শুক্রবার (৯ ডিসেম্বর), রাজস্থানে প্রবেশ করার ষষ্ঠ দিনে একদিনের জন্য বিরতি নিল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। আর এই বিরতির সুযোগ নিয়ে মা সনিয়া গান্ধীর জন্মদিন উদযাপন করলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

শুক্রবার (৯ ডিসেম্বর), রাজস্থানে প্রবেশ করার ষষ্ঠ দিনে একদিনের জন্য বিরতি নিল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। আর এই বিরতির সুযোগ নিয়ে মা সনিয়া গান্ধীর জন্মদিন উদযাপন করলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

2 / 6
৩৭ বছর পর, রাজস্থানের রণথম্বোরে ফের একত্রিত হল পুরো গান্ধী পরিবার। শুধু নেই রাজীব গান্ধী।

৩৭ বছর পর, রাজস্থানের রণথম্বোরে ফের একত্রিত হল পুরো গান্ধী পরিবার। শুধু নেই রাজীব গান্ধী।

3 / 6
এর আগে ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সপরিবারে রণথম্ভোরে এসেছিলেন। সনিয়া ও রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে জঙ্গল সাফারিও করেছিলেন।

এর আগে ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সপরিবারে রণথম্ভোরে এসেছিলেন। সনিয়া ও রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে জঙ্গল সাফারিও করেছিলেন।

4 / 6
প্রিয়াঙ্কা গান্ধী অবশ্য প্রায়শই ব্যস্ত সূচি থেকে সময় বের করে রণথম্ভোরে আসেন। এখানে তাঁর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বছরে রনথম্বোরেই জন্মদিন পালন করেছেন প্রিয়াঙ্কাও। চলতি বছরে এই নিয়ে রণথম্ভোরে এটা প্রিয়াঙ্কার তৃতীয় সফর।

প্রিয়াঙ্কা গান্ধী অবশ্য প্রায়শই ব্যস্ত সূচি থেকে সময় বের করে রণথম্ভোরে আসেন। এখানে তাঁর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বছরে রনথম্বোরেই জন্মদিন পালন করেছেন প্রিয়াঙ্কাও। চলতি বছরে এই নিয়ে রণথম্ভোরে এটা প্রিয়াঙ্কার তৃতীয় সফর।

5 / 6
সনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার সন্ধ্যায় রণথম্বোরে টাইগার সাফারি করেন। সূত্রের খবর, মালিক তালাবে তাঁরা একটি বাঘিনী দেখতে পেয়েছেন। পরে, গুলার তালাইয়ে আরও একটি বাঘ দেখেন তাঁরা।

সনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার সন্ধ্যায় রণথম্বোরে টাইগার সাফারি করেন। সূত্রের খবর, মালিক তালাবে তাঁরা একটি বাঘিনী দেখতে পেয়েছেন। পরে, গুলার তালাইয়ে আরও একটি বাঘ দেখেন তাঁরা।

6 / 6
মায়ের জন্মদিনকে বিশেষভাবে স্মরণীয় করে তুলতে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী রণথম্বোরের হোটেল শেরবাগে তাঁদের থাকার ব্যবস্থা করেছেন। এই প্রাসাদ তথা বিলাসবহুল হোটেলটি জঙ্গলের মধ্যেই অবস্থিত। এর আগে রাজীব গান্ধীর সঙ্গে এসে এই প্রাসাদেই ছিল গান্ধী পরিবার। ৩৭ বছর পর একই প্রাসাদে সমবেত হয়েছে মা ও ভাই-বোন।

মায়ের জন্মদিনকে বিশেষভাবে স্মরণীয় করে তুলতে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী রণথম্বোরের হোটেল শেরবাগে তাঁদের থাকার ব্যবস্থা করেছেন। এই প্রাসাদ তথা বিলাসবহুল হোটেলটি জঙ্গলের মধ্যেই অবস্থিত। এর আগে রাজীব গান্ধীর সঙ্গে এসে এই প্রাসাদেই ছিল গান্ধী পরিবার। ৩৭ বছর পর একই প্রাসাদে সমবেত হয়েছে মা ও ভাই-বোন।

Next Photo Gallery