Sonia Gandhi: ইটালিতেও সম্পত্তি রয়েছে সনিয়া গান্ধীর, তার মূল্য জানেন?

Feb 17, 2024 | 4:23 PM

নিজের মোট সম্পত্তির পরিমাণও জানিয়েছেন সনিয়া। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২ কোটি ৫৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। গত লোকসভা ভোটের সময়ের তুলনায় সনিয়ার সম্পত্তির পরিমাণ ৭২ লক্ষ টাকা বেড়েছে। রাহুল গান্ধীর মায়ের রুপো রয়েছে ৮৮ কেজি। এর পাশাপাশি ১ কেজি ২৬৭ গ্রাম সোনা ও সোনার গয়না রয়েছে সনিয়ার।

Sonia Gandhi: ইটালিতেও সম্পত্তি রয়েছে সনিয়া গান্ধীর, তার মূল্য জানেন?
সনিয়া গান্ধী

Follow Us

নয়াদিল্লি: ইটালিতেও সম্পত্তি রয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর। ইউরোপে থাকা সনিয়ার পৈতৃক সম্পত্তির মূল্যও জানা গিয়েছে। রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছেন প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট। সেখানেই তিনি এই সম্পত্তির কথা জানিয়েছেন। ইটালির সম্পত্তির বিষয়ে জানানোর পাশাপাশি ভারতে তাঁর কত স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে তাও হলফনামায় জানিয়েছেন তিনি।

ইটালির লুইজিয়ানাতে পৈতৃক বাড়ি রয়েছে সনিয়া গান্ধীর। এ দেশের আসার আগে সেটাই ছিল তাঁর ঠিকানা। সেই বাড়ির যে ভাগ রয়েছে সনিয়ার নামে তাঁর সম্পত্তি মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা বলে হলফনামায় জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি নিজের মোট সম্পত্তির পরিমাণও জানিয়েছেন সনিয়া। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২ কোটি ৫৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। গত লোকসভা ভোটের সময়ের তুলনায় সনিয়ার সম্পত্তির পরিমাণ ৭২ লক্ষ টাকা বেড়েছে। রাহুল গান্ধীর মায়ের রুপো রয়েছে ৮৮ কেজি। এর পাশাপাশি ১ কেজি ২৬৭ গ্রাম সোনা ও সোনার গয়না রয়েছে সনিয়ার। নিজের নামে থাকা জমি জায়গার বিষয়েও হলফনামায় জানিয়েছেন সনিয়া গান্ধী। দেরামান্দি গ্রামে সনিয়ার তিন বিঘা জমি রয়েছে। যার বাজারমূল্য ৫.৮৮ কোটি টাকা। নিজের রোজগারের বিষয়েও জানিয়েছেন তিনি। সাংসদ হিসাবে বেতন, ব্যাঙ্ক প্রাপ্ত সুদ, বই থেকে প্রাপ্ত রয়্যালটি এবং বিভিন্ন সম্পত্তি থেকে নিজের রোজগারের কথা বিস্তারিত জানিয়েছেন তিনি। ২ চাকা কিংবা চার চাকার কোনও গাড়ি তাঁর নেই বলে হলফনামায় জানিয়েছেন সনিয়া।

Next Article