National Herald Case: ভুয়ো সংস্থা মারফত লেনদেন হয়েছিল ৪-৫ কোটি! ন্যাশনাল হেরাল্ড মামলায় চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 07, 2022 | 11:42 AM

Enforcement Directorate: সন্দেহজনক এই আর্থিক লেনদেন নিয়ে একাধিক তথ্য প্রমাণ এসেছে ইডির হাতে। ওই তথ্য প্রমাণের ভিত্তিতেই সনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতাকে তলব করা হতে পারে।

National Herald Case: ভুয়ো সংস্থা মারফত লেনদেন হয়েছিল ৪-৫ কোটি! ন্যাশনাল হেরাল্ড মামলায় চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে
ফের বিপাকে রাহুল-সনিয়া।

Follow Us

নয়া দিল্লি: বিপদ বাড়ল গান্ধী পরিবারে। ন্যাশনাল হেরাল্ড মামলায় সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিস পেল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় নাম জড়িয়ে রয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। মাস কয়েক আগেই সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের জেরা করা হয়। এবার ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তেই ইডির হাতে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য এল। এই লেনদেনের পরিমাণ বিপুল বলেই সূত্রের খবর।

ইডি সূত্রে খবর, বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে প্রায় ৪-৫ কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছিল। ইতিমধ্যেই ইডি ওই ভুয়ো সংস্থাগুলির মালিক, শেয়ারহোল্ডার ও ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করেছেন বলেও জানা গিয়েছে। এই তথ্যের ভিত্তিতেই কংগ্রেসের মালিকানাধীন ইয়ং ইন্ডিয়ান সংস্থার সঙ্গে যুক্ত পবন বনসল, মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনটাই সূত্রের খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, সন্দেহজনক এই আর্থিক লেনদেন নিয়ে একাধিক তথ্য প্রমাণ এসেছে ইডির হাতে। ওই তথ্য প্রমাণের ভিত্তিতেই সনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতাকে তলব করা হতে পারে। প্রয়োজনে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে ইয়ং ইন্ডিয়ান সংবাদপত্রের সঙ্গে যুক্ত কংগ্রেস কর্মীদের।

উল্লেখ্য, কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধী, যিনি নিজেও কংগ্রেস সভাপতি ছিলেন, তারা ইয়ং ইন্ডিয়ান সংস্থার গুরু দায়িত্বে ছিলেন। সংবাদপত্রের অধিকাংশ শেয়ার, কমপক্ষে ৩৮ শতাংশ শেয়ার তাদের নামেই ছিল।  ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রও এই সংস্থার অধীনেই ছিল। অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড এই সংবাদপত্র প্রকাশ করত।

গত অগস্ট মাসেই ইডি দিল্লিতে ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের অফিসে তল্লাশি চালায়। কংগ্রেস সাংসদ তথা বর্তমান কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উপস্থিতিতেই প্রায় ছয় ঘণ্টা ধরে হেরাল্ড হাউস বিল্ডিংয়ে অবস্থিত ইয়ং ইন্ডিয়ান সংস্থার অফিসে তল্লাশি চলে।

পরে অগস্ট মাসেই ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রথমে তলব করা হয় রাহুল গান্ধীকে। টানা ৫দিন ধরে প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয় রাহুল গান্ধীকে। সেই সময় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সনিয়া গান্ধী। তিনি সুস্থ হওয়ার পর তিন দফায় জেরা করা হয়। সেই সময় জানা গিয়েছিল, রাহুল ও সনিয়ার জবাবে সন্তুষ্ট নয় ইডি।

Next Article