হায়দরাবাদ: মলদ্বীপ-লক্ষাদ্বীপ বিতর্কের জের। ‘বয়কট মলদ্বীপ’ (Boycott Maldives) ট্রেন্ডে গা ভাসালেন আরও এক অভিনেতা। এবার দক্ষিণী সুপারস্টার নাগার্জুনও (Nagarjuna) জানালেন, তিনি মলদ্বীপের ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। একইসঙ্গে লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে। লাক্ষাদ্বীপ ঘুরতে গেলে, কোথায় যেতে চান, তাও জানালেন নাগার্জুন।
সম্প্রতিই নিজের নতুন সিনেমা ‘না সামি রাঙ্গা’র প্রচারে এসে দক্ষিণী অভিনেতা জানান, একটানা শুটিং-এর পর অল্প কয়েকদিন ছুটি কাটাতে মলদ্বীপ ঘুরতে যাবেন ভেবেছিলেন। ১৭ জানুয়ারির টিকিট কাটা ছিল তাঁর। হয়ে গিয়েছিল সমস্ত বুকিংও। কিন্তু সম্প্রতিই শুরু হওয়া মলদ্বীপ-লাক্ষাদ্বীপ বিতর্কের জেরেই তিনি মলদ্বীপ ভ্রমণের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। বরং মলদ্বীপের বদলে তিনি লাক্ষাদ্বীপের বাঙ্গারাম দ্বীপ ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন।
নাগার্জুন বলেন, “বিগবস ও না সামি রাঙ্গার জন্য আমি একটানা ৭৫ দিন ধরে কাজ করছি। একদিনও ছুটি নিইনি। কিছুদিন ছুটি কাটাতে মলদ্বীপ যাওয়ার কথা ছিল আমার। ১৭ তারিখের টিকিট ছিল। কিন্তু আমি সেই টিকিট বাতিল করে দিয়েছি। আগামী সপ্তাহে লাক্ষাদ্বীপ যাওয়ার পরিকল্পনা রয়েছে আমার।”
মলদ্বীপ ভ্রমণ বাতিলের কারণ হিসাবে নাগার্জুন বলেন, “আমি কোনও ভয় বা অন্য কিছুর জন্য মলদ্বীপের প্ল্যান বাতিল করিনি। আমি টিকিট বাতিল করেছি কারণ এটা ভীষণই অস্বাস্থ্য়কর। ওখানকার নেতা-মন্ত্রীরা যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অস্বাস্থ্যকর, উনি আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী)। ১৫০ কোটি জনগণের নেতা উনি। তাঁর সম্পর্কে যে কথা বলেছে, যে ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ ভুল। এর ফলও হাতেনাতে পাচ্ছে মলদ্বীপ। সব ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে।”
এরপর তিনি সিনেমার পরিচালক এমএম কিরাভানীর সঙ্গে লাক্ষাদ্বীপের সৌন্দর্য্য নিয়ে আলোচনা করেন। লাক্ষাদ্বীপের বাঙ্গারাম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রশংসা করে তিনি পরিচালককে সেখানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতেও বলেন।