
রাজ্যে চলছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে খসড়া তালিকা। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে অনেক ভোটারকেই শুনানিতে ডাকছে নির্বাচন কমিশন। আর সেই প্রেক্ষিতে ফর্ম ৭ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি আবেদনপত্র। এর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখা। ভোটার তালিকায় যেসব নাম অযোগ্য বা ভুলভাবে অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলি বাদ দেওয়ার জন্যই এই ফর্ম ব্যবহৃত হয়।
ফর্ম ৭ জমা পড়ার পর ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) একটি শুনানি করেন। সেখানে আবেদনকারীকে নাম বাতিলের পক্ষে প্রমাণ দিতে হয়। মনে রাখতে হবে, ফর্ম ৭–এ মিথ্যা তথ্য দেওয়া হলে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০–এর ৩১ নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
আপনি অনলাইনে ভোটার্স সার্ভিস পোর্টাল অথবা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে সহজেই ফর্ম ৭ জমা করতে পারেন। সঠিক ও ভুয়ো ভোটার হীন ভোটার তালিকার জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।