অসমে ফের সরকার গড়ছে বিজেপি, পরবর্তী মুখ্যমন্ত্রী কি হিমন্ত? শুরু জল্পনা

ঋদ্ধীশ দত্ত |

May 03, 2021 | 12:59 AM

নিজেদের আসনে জয়লাভ করেছেন অসম বিজেপির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যদিও পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন কিছুটা জলঘোলা হতে শুরু করেছে।

অসমে ফের সরকার গড়ছে বিজেপি, পরবর্তী মুখ্যমন্ত্রী কি হিমন্ত? শুরু জল্পনা
সর্বানন্দ সোনেওয়াল, মোদীর ডান দিকে। হিমন্ত বিশ্ব শর্মা, মোদীর বাঁ-দিকে

Follow Us

গুয়াহাটি: বুথ ফেরত সমীক্ষায় যা ইঙ্গিত মিলেছিল, শেষ পর্যন্ত ফলাফলও তাই হল অসমে। কংগ্রেস জোটকে কার্যত হেলায় হারিয়ে দ্বিতীয়বার সরকারে ফিরতে চলেছে বিজেপি। রাত ১২ টার অনেক আগেই অবশ্য তা স্পষ্ট হয়ে যায়। ১২৬ বিধানসভা আসনের রাজ্যে ৭৯ আসনে এগিয়ে থেকে সরকার গঠন করতে চলেছে বিজেপি। নিজেদের আসনে জয়লাভ করেছেন অসম বিজেপির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যদিও পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন কিছুটা জলঘোলা হতে শুরু করেছে।

অন্যান্য রাজ্যের মতো অসমেও কংগ্রেসের ফল চূড়ান্ত হতাশাজনক। অনেক বড় বড় দাবি করা হলেও শেষ পাওয়া খবরে কংগ্রেস ৩০ টির মতো আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ১৬ টির মতো আসনে এগিয়ে থেকেছে ইউডিএফ। প্রভাবশালী ছাত্র সংগঠন ‘অল অসম স্টুডেন্টস ইউনিয়ন’ বা আসু সমর্থিত ‘অসম জাতীয় পরিষদ’ও এই নির্বাচনে তেমন ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: ৭৯ আসনে এগিয়ে বিজেপি, মিষ্টি বিতরণ শুরু দলীয় কর্মীদের

নির্বাচনে সহজে জয় পেলেও মুখ্যমন্ত্রীর কুর্সিতে সর্বানন্দ সোনেওয়াল থাকবেন না কি হিমন্ত বিশ্বশর্মা নতুন মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে চলছে জল্পনা। বিষয়টির সিদ্ধান্তভার কেন্দ্রীয় নেতৃত্বের উপর ন্যস্ত রয়েছে। পাল্লা খানিকটা হলেও হিমন্তের ভারী। কারণ, সর্বানন্দ সোনেওয়াল মুখ্যমন্ত্রী হলেও অসমে হিমন্ত বিশ্বশর্মা অনেক বেশি জনপ্রিয়। তাঁর চ্যালেঞ্জিং পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার গুণ নজর কেড়েছে মোদী-শাহেরও। তাই অসমে বিজেপি ক্ষমতায় ফিরে এলেও মুখ্যমন্ত্রী পদে বদল এলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

আরও পড়ুন: একুশের উপাখ্যান: হেরেও জিতলেন মমতা, ‘জায়েন্ট কিলার’ শুভেন্দু, বাম-কংগ্রেসের শেষ অধ্যায়

Next Article
Kerala Election Results 2021: কেরলে ইতিহাস! আরও একবার সরকার গড়ছেন পিনারাই বিজয়ন
‘কেউ বরাদ্দের বেশি চাইছে না’, দিল্লির অক্সিজেন সঙ্কট নিয়ে কেন্দ্রকে ধমক শীর্ষ আদালতের