বেঙ্গালুরু: ফের হামলার মুখে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আবার পাথর ছোড়া (Stone Pelted) হল বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে। বাংলার পর এবার আক্রান্ত হল কর্নাটকের (Karnataka) বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতিই উদ্বোধন হওয়া বেঙ্গালুরু-হুবলি-ধারওয়াদ বন্দে ভারত এক্সপ্রেসে হামলা চলে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কর্নাটকের বিরুর (Birur) স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়।
জুন মাসের শেষ সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু-হুবলি-ধারওয়াদ রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। এটি কর্নাটকের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। বুধবার বেঙ্গালুরু থেকে ধারওয়াদগামী ট্রেনে হামলা করা হয়। এএনআই সূত্রে জানা গিয়েছে, কাদুর স্টেশন পার করে যখন ট্রেনটি বিরুর স্টেশনে ঢুকছিল, সেই সময় কিছু দুষ্কৃতী নতুন সেমি-স্পিড ট্রেনের উপরে হামলা করে। ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ট্রেনের একাধিক কোচের কাচ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে কোনও যাত্রী আহত হননি বলেই জানা গিয়েছে। হামলার খবর পেয়েই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ। অভিযুক্তদের বিরুদ্ধে অ-জামিনযোগ্য ধারায় মামলা করা হবে বলে জানা গিয়েছে।
Stones were pelted on Train No 20661(Bengaluru-Dharwad) Vande Bharat express train at 08.40 hrs after passing Kadur station and between Kadur-Birur section in Karnataka by some unknown persons today: Indian Railways
— ANI (@ANI) July 5, 2023
উল্লেখ্য, দুইদিন আগেই ধারওয়াদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসও হামলা চালানো হয়েছিল। সেই সময়ও ট্রেনের কয়েকটি কোচের কাঁচ ভেঙে গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাইসুরু-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেসের উপরও পাথর ছোড়া হয়।