নয়া দিল্লি: ভরদুপুরে আচমকা প্রবল কম্পন অনুভূত হল দিল্লিতে। ২৬ মিনিটের মধ্যে পরপর দুবার ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু দিল্লি নয়, কম্পনের প্রভাব পড়েছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র নেপালেই ভূমিকম্পের উৎসস্থল। প্রথমবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬ আর দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬.২। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকাই কম্পন অনুভূত হয় দিল্লিতে। বিশেষ বহুতলের বাসিন্দারা অনুভব করেন সবার আগে। তড়িঘড়ি নীচে নেমে আসেন অনেকেই। দিল্লির পুলিশের তরফ থেকে বার্তা দেওয়া হয় সাধার মানুষকে। প্রথম কম্পন অনুভূত হয় দুপুর ২ টো ২৫ মিনিটে, পরেরবার ২টো ৫১ মিনিটে ফের হয় ভূমিকম্প।
#earthquake #Noida #delhiearthquake pic.twitter.com/67m6l23J9F
— Naveen Sharma (@nash121212) October 3, 2023
টুইট দিল্লি পুলিশ লিখেছে, আপনারা বিল্ডিং-এর বাইরে বেরিয়ে আসুন। নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করুন। অযথা ভয় পাবেন না, লিফট ব্যবহার করবেন না। জরুরি পরিস্থিতে যোগাযোগ করার জন্য নম্বরও দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে। উত্তর প্রদেশের লখনউ, আমরোহা, হাপুরেও কম্পন অনুভূত হয়েছে।
Hey Delhi people!
We hope you all are safe. Please come out of your buildings to a safe spot, but do not panic.
DO NOT USE ELEVATORS!
For any emergency help, dial 112.#earthquake
— Delhi Police (@DelhiPolice) October 3, 2023
#earthquake
In Delhi – NCR
people coming out from offices pic.twitter.com/9G8lAImsVZ— ROAMER BOYS YT (@PUBGInd98835045) October 3, 2023