‘বাঁধাকপিতে কেঁচো, তরকারিতে কাচ, আর আজ তো…’,সাক্ষাৎ মৃত্যুদর্শন পড়ুয়ার, রাতেই হস্টেলে যা হয়ে গেল…

Protest: অভিযোগ, এক ছাত্র খেতে বসে দেখেন তরকারির ভিতরে ব্লেড পাওয়া গিয়েছে। এই ঘটনা প্রথম নয়। দুইদিন আগেই বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া গিয়েছিল। তার কয়েকদিন আগেও খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল।

বাঁধাকপিতে কেঁচো, তরকারিতে কাচ, আর আজ তো...,সাক্ষাৎ মৃত্যুদর্শন পড়ুয়ার, রাতেই হস্টেলে যা হয়ে গেল...
খাবারে ব্লেড। বিক্ষোভ পড়ুয়াদের।Image Credit source: X

|

Mar 12, 2025 | 2:01 PM

হায়দরাবাদ: মাস গেলে তিন হাজার টাকা দিতে হয় পড়ুয়াদের। হরেক রকমের ফ্যান্সি খাবারের দরকার নেই, অন্তত ভাত-ডাল আর একটা সবজি ঠিকঠাক দিক। সেটাও জুটছে না পড়ুয়াদের। খেতে বসলে চোখে চশমা বা আতশকাচ নিয়ে বসতে হবে! নাহলেই পেটে চলে যেতে পারে উল্টোপাল্টা কিছু। তরকারি থেকে ব্লেড মিলতেই তুলকালাম কাণ্ড নামকরা বিশ্ববিদ্যালয়ে। রাতভর চলল বিক্ষোভ।

পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। নিউ গোদাবরী হস্টেল মেসে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা এবং সেই খাবার থেকে ব্লেড উদ্ধার হওয়াকে কেন্দ্র করেই ধুন্ধুমার বাধল। পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান রাস্তা অবরোধ করে। হাতে থালা-বাটি নিয়ে রাস্তায় বসে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়।

পড়ুয়াদের অভিযোগ, এক ছাত্র খেতে বসে দেখেন তরকারির ভিতরে ব্লেড পাওয়া গিয়েছে। এই ঘটনা প্রথম নয়। দুইদিন আগেই বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া গিয়েছিল। তার কয়েকদিন আগেও খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল। যখনই অভিযোগ জানানো হয়েছে, মেসের কর্মীরা বলেছে আর হবে না। কিন্তু  বারবার একই ঘটনা ঘটছে।

পড়ুয়ারা আরও জানিয়েছে, ক্যান্টিনের কর্মীরা শিফ্ট মেনে কাজ করেন না। ছাত্ররা নিজেরাই নিজেদের খাবার পরিবেশন করতে বাধ্য হয়। প্রতি মাসে ২৫০০-৩০০০ টাকা দেওয়ার পরও নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এই নিয়ে হস্টেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।