Sudha Murthy: সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অশ্লীল ভিডিয়ো! সুধা মূর্তির কাছে এল টেলিকম বিভাগের ফোন, তারপরই যা যা হল…

Sudha Murthy Cyber Fraud: সূধা মূর্তি জানিয়েছেন, গত ৫ সেপ্টেম্বর তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ওপ্রান্ত থেকে বলা হয়, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের কর্মী কথা বলছেন। এরপরই সুধা মূর্তিকে ওই অজ্ঞাত ব্যক্তি বলেন যে তাঁর মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই।

Sudha Murthy: সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অশ্লীল ভিডিয়ো! সুধা মূর্তির কাছে এল টেলিকম বিভাগের ফোন, তারপরই যা যা হল...
রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি।Image Credit source: PTI

|

Sep 24, 2025 | 2:08 PM

নয়া দিল্লি: সাইবার প্রতারকের খপ্পরে রাজ্যসভার সাংসদ তথা ইনফোসিস ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারপার্সন সুধা মূর্তি (Sudha Murthy)। তাঁর কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল প্রতারকরা। তিনি সাইবার ক্রাইমে এফআইআর (FIR) দায়ের করেছেন।

সূধা মূর্তি চলতি সপ্তাহের সোমবার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। এফআইআরে তিনি জানিয়েছেন, গত ৫ সেপ্টেম্বর তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ওপ্রান্ত থেকে বলা হয়, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের কর্মী কথা বলছেন। এরপরই সুধা মূর্তিকে ওই অজ্ঞাত ব্যক্তি বলেন যে তাঁর মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। সুধা মূর্তির অশ্লীল ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে। টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এর জন্য তাঁর মোবাইল ফোন সার্ভিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সুধা মূর্তিকে ওই প্রতারক বলে যে যদি দুপুর ১২টার মধ্যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না করেন, তাহলে মোবাইল নম্বর বন্ধ করে দেওয়া হবে। যদিও প্রতারকের ফাঁদে পা দেননি সুধা মূর্তি। তিনি পুলিশে গিয়ে অভিযোগ জানান।

পুলিশ  তথ্য প্রযুক্তি আইনের ৬৬সি (পরিচয় চুরি), ৬৬ডি (প্রতারণা) এবং ৮৪সি (অপরাধের চেষ্টা) ধারায় অভিযোগ দায়ের করেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে সুধা মূর্তিকে তাঁর সামাজিক কাজ, সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হয়। ১৪ মার্চ তিনি সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন।