In Depth Story on Teen Love & Suicide: ভালবাসা অপরাধ! সরকারের খাতার রিপোর্ট জানলে হাড়হিম হয়ে যাবে
In Depth Story on Teen Love: বাড়ির মহিলা বা বয়স্কদের অনেক সময়ই ভ্রু কুঁচকে বলতে শোনা যায়, "এখনকার ছেলেমেয়েদের দেখো, অল্প বয়সেই প্রেম করে। আমরা তো বাপু এমন ছিলাম না"। সমস্যার শুরুটা এখান থেকেই। প্রেম তো আগেও করত সবাই। এখন সময় বদলেছে। তার সঙ্গে বদল এসেছে সবকিছুতেই।

‘কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে’ মনের কোণে যে মেঘ জমে, সেই খবর কে আর রাখে? জমিয়ে রাখা সেই কষ্ট, অভিমানই পাহাড়ে পরিণত হয়। তারপর একদিন… সব শেষ। মনের মেঘ নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তার সঙ্গে ঝরে যায় প্রাণও। বিশেষ করে অল্পবয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এর মধ্যে অধিকাংশই আবার জীবনযুদ্ধে হার মানছে প্রেমের কাছে। অবাক হচ্ছেন? এটাই কিন্তু বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রেকর্ড। ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী,শুধু ২০২১ সালেই ১৪৯৫ নাবালক আত্মহত্যা করেছে প্রেমের সম্পর্কের কারণে। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ১৩৩৭। অর্থাৎ এক বছরেই অপ্রাপ্তবয়স্কদের মধ্যে আত্মহত্যার হার ১১.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু...
