নয়া দিল্লি: মঙ্গলবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দেখা করে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে। আর সেই বৈঠকের পরের দিনই ফের শাহী সাক্ষাতে বাংলার আরও এক তাবড় বিজেপি নেতা। বুধবার অমিত শাহর সঙ্গে দেখা করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রায় কুড়ি মিনিট ধরে বৈঠক চলে দুইজনের। সংসদ ভবনের ভিতরেই হল বৈঠক। জানা গিয়েছে, বাংলার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। বাংলায় বিজেপির সংগঠন নিয়ে আলোচনার পাশাপাশি, সাম্প্রতিককালে রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলি বঙ্গ বিজেপির নেতারা তুলেছেন, সেই নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।
এদিনের প্রায় মিনিট কুড়ির বৈঠক শেষে শাহী সাক্ষাতের একটি ছবিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখাতে তিনি লিখেছেন, অমিত শাহর সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্য়ু নিয়ে আলোচনা ফলপ্রসু হয়েছে। আগামী দিনে কোন পথে এগোতে হবে, সেই বিষয়ে পথনির্দেশ করেছেন অমিত শাহ। তাঁর বার্তা আমাদের মধ্যে সবসময়েই এক নতুন আশা নিয়ে আসে।
Met Hon’ble Union Home Minister Shri @AmitShah ji today and had a fruitful discussion regarding West Bengal. Got his valuable and insightful guidance. His guidance always instill zeal and new hope in us. pic.twitter.com/NlzkW3u12m
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 21, 2022
উল্লেখ্য, গতকাল বিধানসভার বিরোধী দলনেতাও অমিত শাহর সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন ইস্যুগুলির কথা তুলে ধরেছিলেন। যদিও শুভেন্দু জানিয়েছেন, বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তার সবটা সংবাদমাধ্যমে জানানো সম্ভব নয়। তবে, বঙ্গ বিজেপির দুই তাবড় নেতার দিল্লিতে এইভাবে একদিনের ব্যবধানে পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের ঘটনা সাম্প্রতিক অতীতে স্মরণ করা যায় না। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, দুই নেতার এই পৃথকভাবে শাহী সাক্ষাৎ নিয়ে।