e

মুম্বই: ফের চর্চায় মহারাষ্ট্রের রাজনীতি। বিমান দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। ঘটনায় শোকবিহ্বল সবাই। তবে চোরাস্রোত বইতে শুরু করেছিল এরপর পদে বসবে কে তাই নিয়েও। গতকাল রাতেই সিদ্ধান্ত হয়, অজিত পওয়ারের জায়গায় উপমুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন তাঁর স্ত্রী সুনেত্রা পওয়ার। আজ, ৩১ জানুয়ারি বিকেল পাঁচটায় শপথ নেন সুনেত্রা পওয়ার। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন উপমুখ্যমন্ত্রী পদে বসতে রাজি হলেন সুনেত্রা?
সূত্রের খবর, সুনেত্রা পওয়ার প্রাথমিকভাবে প্রস্তুত ছিলেন না উপমুখ্যমন্ত্রী পদে বসার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ভারাক্রান্ত হৃদয়েই রাজি হয়েছেন। অজিত পওয়ার শিবিরের একাধিক নেতাই চাইছিলেন যে দল যেন এগিয়ে যায়। দেবেন্দ্র ফড়ণবীসের নেতৃত্বাধীন মহাযুতি জোটে উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন অজিত পওয়ার। তাঁর অবর্তমানে সুনেত্রা উপমুখ্যমন্ত্রী পদে বসলেও অর্থমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
#WATCH | Mumbai: NCP leaders chant ‘Ajit dada amar rahe’ as Sunetra Pawar, leader of the NCP legislative party and wife of late Deputy CM Ajit Pawar, takes oath as Deputy CM of Maharashtra at the Lok Bhavan pic.twitter.com/RU1cUXTbld
— ANI (@ANI) January 31, 2026
এবার সুনেত্রা পওয়ারকে এত তাড়াতাড়ি গদিতে বসানোর পিছনে এক বিশেষ কারণ রয়েছে। দুই এনসিপি-র এক হয়ে যাওয়ার কথা ছিল। শরদ পওয়ার শুক্রবার নিজেও এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আগামী ১২ ফেব্রুয়ারি এনসিপির দুই শিবিরের আবার এক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু হওয়ায় সেই আলেচনা থমকে গিয়েছে।
এনসিপি সূত্রে খবর, শরদ পওয়ার ও অজিত পওয়ার এই ‘মহামিলন’ চাইলেও, সুনেত্রা পওয়ার নিজের প্রয়াত স্বামীর পরিকল্পনাই এগিয়ে নিয়ে যেতে চাইছেন। তার কথায়, যখন অজিত পওয়ার দলের অন্দরে বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি একা ছিলেন। অজিত পওয়ার নিজের কঠোর পরিশ্রমে যে দল, সংগঠন তৈরি করেছেন, সুনেত্রা সুলে সেই সংগঠনকে রক্ষা করতে চেয়েছেন, তাই স্বামী হারানোর শোকের মধ্যেও উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন।
যদি দুই দল এক হয়ে যেত, তাহলে শরদ পওয়ারই যে সর্বেসর্বা হতেন, এ কথা বলার অপেক্ষা রাখে না। তাঁর নেতৃত্বের অধীনেই দুই দলকে থাকতে হত। এদিকে ঠিক এই কারণেই কিন্তু ২০২৩ সালের জুলাই মাসে ভেঙে দুই টুকরো হয় এনসিপি। অজিত পওয়ারের শিবিরের একাংশ চাইছে না আবার শরদ পওয়ারের সঙ্গে এক হয়ে যেতে।