Supreme Court on Stray Dogs: সুপ্রিম রায়ের আগেই ধরপাকড় শুরু, পথকুকুরদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?

Supreme Court: দিল্লি ও সংলগ্ন এলাকার পথকুকুরদের স্থানান্তরের যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তা নিয়ে দেশজুড়ে শোরগোল। পথকুকুরদের হয়ে লড়াই করতে পথে নেমেছে পশুপ্রেমীরা। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল অন্য বেঞ্চে।

Supreme Court on Stray Dogs: সুপ্রিম রায়ের আগেই ধরপাকড় শুরু, পথকুকুরদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Aug 22, 2025 | 11:09 AM

নয়া দিল্লি: পথকুকুরদের ভবিষ্যৎ কী, তা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। তার আগেই দিল্লির পুরসভা পথকুকুরদের সরিয়ে ফেলার কাজ শুরু করল। জোনাল অফিসার ও এনজিও-গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন এলাকা থেকে পথকুকুরদের তুলে নিয়ে নির্দিষ্ট ২০টি অ্যানিমাল বার্থ কন্ট্রোল সেন্টারে পাঠাতে।

দিল্লি ও সংলগ্ন এলাকার পথকুকুরদের স্থানান্তরের যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তা নিয়ে দেশজুড়ে শোরগোল। পথকুকুরদের হয়ে লড়াই করতে পথে নেমেছে পশুপ্রেমীরা। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল অন্য বেঞ্চে। সেই আর্জিরই শুনানি আজ। তার আগেই দিল্লি পুরসভার কড়া পদক্ষেপ। গত ১৯ অগস্ট পথকুকুরদের সরানোর নির্দেশিকা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ১১ অগস্টের রায় অনুযায়ী র‌্যাবিস কন্ট্রোল প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টরের নির্দেশ মতো আপাতত সরকারি অফিস, হাসপাতাল, স্কুল, পার্কের মতো জায়গা থেকে পথকুকুরদের ধরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত এনজিওগুলি পথকুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণের জন্য পুরসভার সঙ্গে যুক্ত, তাদের নির্দেশ দেওয়া হয়েছে হিংস্র পথকুকুরদের, কিংবা যে কুকুরগুলি আগেও লোকজনকে কামড়েছে, তাদের সরকারি অফিস, হাসপাতালের মতো জায়গা থেকে সরিয়ে অ্যানিমাল বার্থ কন্ট্রোল সেন্টারে স্থানান্তরিত করতে।

বর্তমানে দিল্লিতে পুরসভা পরিচালিত মোট ২০টি অ্যানিমাল বার্থ কন্ট্রোল সেন্টার রয়েছে। ১২টি এনজিও নির্বীজকরণের কাজ করে পুরসভার সঙ্গে। প্রতি ওয়ার্ড ভিত্তিক কাজ করা হবে। প্রতিদিন যে পথকুকুরদের তুলে আনা হচ্ছে, তার রেকর্ডও মোবাইল অ্যাপে আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছে। এনজিও-গুলির তরফে যেমন সেন্টারে গিয়ে কুকুরদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে, তেমনই সিসিটিভি ফুটেজের রেকর্ডও রাখা হবে।

বৃহস্পতিবারই দিল্লি থেকে মোট ৩৮টি পথকুকুর তুলে আনা হয়েছে। তার আগের দুইদিনে মোট ৮৩টি কুকুর তুলে আনা হয়েছে।