Supreme Court: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন তিলোত্তমার বাবা-মা! কী পর্যবেক্ষণ প্রধান বিচারপতির?

Supreme Court: বুধবার প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন, যেহেতু শিয়ালদহ কোর্টের রায়ের আগেই এই পিটিশনটি ফাইল করা হয়েছে, তাই তাঁরা এখনই এই বিষয়টি শুনবেন না। এই অ্যাপ্লিকেশন প্রত্যাহার করার জন্য আইনজীবী করুণা নন্দীকে নির্দেশ দেন। যদি কোনও বক্তব্য থাকে, তাহলে নতুন করে পিটিশন ফাইল করতে হবে।

Supreme Court: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন তিলোত্তমার বাবা-মা! কী পর্যবেক্ষণ প্রধান বিচারপতির?
সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তিলোত্তমার বাবা-মাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 29, 2025 | 3:47 PM

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে তিলোত্তমার পরিবারের আবেদন প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর পর্যবেক্ষণ, নতুন আবেদনের একাধিক বিষয় বিতর্ক সাপেক্ষ। শিয়ালদহ আদালতের রায়ের আগেই নির্যাতিতা পরিবারের আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছিলেন। তার মূল বক্তব্য ছিল, সিবিআই তদন্ত যেভাবে হচ্ছে, তার ধরণ নিয়ে তাঁদের প্রশ্ন রয়েছে। তদন্ত যথাযোগ্য নয়। শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত। তাঁদের বিরুদ্ধে অনেকে ক্ষমতায় রয়েছে। তাঁদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করতে হবে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে হস্তক্ষেপ করুক।

বুধবার প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন, যেহেতু শিয়ালদহ কোর্টের রায়ের আগেই এই পিটিশনটি ফাইল করা হয়েছে, তাই তাঁরা এখনই এই বিষয়টি শুনবেন না। এই অ্যাপ্লিকেশন প্রত্যাহার করার জন্য আইনজীবী করুণা নন্দীকে নির্দেশ দেন। যদি কোনও বক্তব্য থাকে, তাহলে নতুন করে পিটিশন ফাইল করতে হবে।

প্রধান বিচারপতির আরও পর্যবেক্ষণ, পিটিশনে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একাধিক বিষয় বিতর্কসাপেক্ষ। অর্থাৎ তা নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য দুতরফেই আসতে পারে। তা নিয়ে এখন যদি শুনানি, তার যথেষ্ট প্রভাব থাকবে, কারণ বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর। ফলশ্রুতিও দীর্ঘমেয়াদী হতে পারে।

ঠিক তখনই সলিসেটর জেনারেল তুষার মেহেতা বলেন, যদি সিবিআই তদন্ত নিয়ে আপত্তি থাকে, অর্থাৎ যে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে অভিযুক্ত সঞ্জয় রায়ই পরোক্ষে সুবিধা পেয়ে যাবে। তারপরই প্রধান বিচারপতি আইনজীবী করুণা নন্দীকে পিটিশন প্রত্যাহারের নির্দেশ দেন। তিনি পুনরায় নতুন পিটিশন ফাইল করবেন, তারপর সেটি মেনশন করবেন, তার ভিত্তিতে শুনানি হবে।