নয়া দিল্লি: ৩৭০ অবলুপ্তি নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)। কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির (Article 370 Abolition) সিদ্ধান্ত বৈধ, এ দিন জানায় শীর্ষ আদালত। একইসঙ্গে জম্মু-কাশ্মীরকে (Jammu Kashmir) রাজ্যের মর্যাদা (Statehood) ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে রায়ে বলা হয়, আগামী ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে হবে।
কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল। সেই মামলাগুলিকে একত্রিত করেই শুনানি হয় সুপ্রিম কোর্টে। আজ, ১১ ডিসেম্বর রায়দান করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে রায়দান করে বলা হয়, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত বৈধ। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তও সঠিক।
জম্মু-কাশ্মীরকে ভারতের অভিন্ন অঙ্গ বলে উল্লেখ করা হয় শীর্ষ আদালতের তরফে। নির্দেশে বলা হয়, জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে হবে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে বলা হয়, “গণতন্ত্রের সর্বোপরি বৈশিষ্ট্য হল নির্বাচন। এটা বন্ধ রাখা যায় না। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন করার জন্য যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে। যথা সম্ভব শীঘ্র জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে।”
প্রসঙ্গ, ২০১৪ সালে শেষবার জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়। নির্বাচনে জয়ী হয়ে বিজেপির সঙ্গে মিলিত হয়ে সরকার গঠন করে পিপলস ডেমোক্রাটিক পার্টি। ২০১৮ সালে জোট থেকে সরে দাঁড়ায় বিজেপি। অবলুপ্ত করা হয় বিধানসভা। এরপরই জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন শুরু হয়।
২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করে। জম্মু-কাশ্মীরকে দুই ভাগে ভেঙে দিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার প্রসঙ্গে এর আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, এতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কোনও আঘাত করা হয়নি। ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির হঠকারি সিদ্ধান্ত নয়, নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাকিস্তান জম্মু-কাশ্মীরের একটা বড় অংশ দখল করে রয়েছে। দশকের পর দশক ধরে উপত্যকায় অশান্তি ও সন্ত্রাসের পরিবেশের সৃষ্টি হচ্ছিল। সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শীর্ষ আদালতে এবং সংসদে কেন্দ্র আগেই জানিয়েছিল, জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা একটি সাময়িক সিদ্ধান্ত। নির্দিষ্ট সময়ে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।