SSC Scam: আবার পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের! রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

SSC Scam: চাকরিহারাদের দাবি ছিল, হাইপার টেনশনে মৃত্যু হয়েছে চাকরিপ্রার্থীর। অনেকেই সমস্য্যায় জর্জরিত। তাই আরও একবার বিবেচনা করা হোক। এই নিয়ে মোট ১৭৮ টি রিভিউ পিটিশন জমা পড়ে।

SSC Scam: আবার পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের! রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
রিভিউ পিটিশন খারিজImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 19, 2025 | 7:27 PM

নয়া দিল্লি:  SSC শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খেলেন ২০১৬ সালের চাকরিপ্রার্থীরা। দেশের সর্বোচ্চ আদালত এই মামলায় দায়ের করা সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। যার ফলে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ই বহাল রইল। ফলে, পরীক্ষা দেওয়া ছাড়া আপাতত আর কোনও উপায় রইল না চাকরিহারাদের কাছে।

গত ৩ এপ্রিল শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল। নতুন করে ফের নিয়োগপ্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কোর্ট নির্দেশ দিয়েছিল, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। সংশ্লিষ্ট রায়ে আরও বলা হয়েছিল, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। এরপর রাজ্য সরকার এবং এসএসসি, চাকরিহারারা সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন।

অপরদিকে চাকরিহারাদের দাবি ছিল, হাইপার টেনশনে মৃত্যু হয়েছে চাকরিপ্রার্থীর। অনেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই আরও একবার বিবেচনা করা হোক। এরপর  এই চাকরি বাতিলের রায় নিয়ে মোট ১৭৮ টি রিভিউ পিটিশন জমা পড়ে। তবে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ শর্মার বেঞ্চ পত্রপাঠ তাদের আবেদন খারিজ করে দেয়। ফলে অস্বস্তি বহাল রইল চাকরিহারাদের। এর অর্থ আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের।

আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “খারিজ হবে এটাই স্বাভাবিক। সমস্ত দিক বিবেচনা করার পর এই রায় দেওয়া হয়েছিল। প্রায় ২০০ মতো রিভিউ পিটিশন জমা পড়েছিল।”