CJI DY Chandrachud: ‘স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামুন’, প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নামেও ‘ফেক নিউজ’

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 14, 2023 | 6:35 PM

Fake news in the name of CJI DY Chandrachud: সোমবার (১৪ অগস্ট), সুপ্রিম কোর্টের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধান বিচারপতিক উদ্ধৃতি বলে দাবি করে একটি উদ্ধৃতি এবং খবর ছড়ানো হচ্ছে। এই উদ্ধৃতি প্রধান বিচারপতির নয় বলে জানিয়েছেন তিনি।

CJI DY Chandrachud: স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামুন, প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নামেও ফেক নিউজ
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ফেক নিউজ বা ভুয়ো খবর বর্তমানে সময়ের এক অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেটে তথ্যের বিস্ফোরণের যুগে কোন তথ্য সত্য, আর কোন তথ্য মিথ্যা – তা বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ফেক নিউজের শিকার হলেন খোদ ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সোমবার (১৪ অগস্ট), সুপ্রিম কোর্টের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধান বিচারপতির উদ্ধৃতি বলে দাবি করে, একটি ভুয়ো উদ্ধৃতি এবং ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এই উদ্ধৃতি প্রধান বিচারপতির নয় বলে জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করা হয়েছে, ভারতের প্রধান বিচারপতি জনসাধারণকে ‘স্বৈরাচারী সরকারের’ রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তাদের অধিকারের জন্য লড়াই করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ওই পোস্টে বলা হয়েছে, “ভারতের সংবিধান এবং ভারতের গণতন্ত্র রক্ষার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু, এর জন্য আপনাদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল জনগণের উচিত ঐক্যবদ্ধ হওয়া এবং রাস্তা নেমে এসে সরকারের কাছে তাদের অধিকারের দাবি জানানো উচিত। এই স্বৈরাচারী সরকার মানুষকে ভয় দেখাবে হুমকি দেবে। কিন্তু, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। সাহস রাখুন এবং সরকারের কাছে জবাব চান। আমি আপনাদের সঙ্গে আছি।” নীচে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম লেখা ছিল।

প্রধান বিচারপতির নামে ফেক সোশ্যাল মিডিয়া পোস্ট

তবে, সুপ্রিম কোর্টের পিআরও এদিন জানিয়েছে, এই সোশ্যাল মিডিয়া পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। এটি বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত এবং খারাপ উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। প্রধান বিচারপতি বা তাঁর অনুমোদিত কেউ এই ধরনের কোনও বিবৃতি জারি করেননি। শীর্ষ আদালতের জনসংযোগ আধিকারিক বলেছেন, “ভারতের প্রধান বিচারপতি এই ধরনের কোনও পোস্ট করেননি বা তিনি এই ধরনের কোনও পোস্ট করার অনুমতি দেননি।” এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের সঙ্গেও এই বিষয়ে কথা বলছে সুপ্রিম কোর্ট।

 

Next Article