Mahua Moitra: মহুয়ার আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট, আরও অস্বস্তি বাড়ল কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদের

Jyotirmoy Karmokar | Edited By: জয়দীপ দাস

Jan 03, 2024 | 2:41 PM

Mahua Moitra: মহুয়া মৈত্রর তরফে আইনজীবী অভিষেক মনু সিংভির আবেদন, শুধুমাত্র লগইন আইডি শেয়ার করার জন্য মহুয়াকে শাস্তি দেওয়া হয়েছে। ওটিপি ছাড়া পোর্টালে এন্ট্রি করা যায় না। ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার সংক্রান্ত কোনও নিয়মাবলী সংসদে নেই।

Mahua Moitra: মহুয়ার আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট, আরও অস্বস্তি বাড়ল কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদের
মহুয়া মৈত্র।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: আপাতত সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না মহুয়া মৈত্রর (Mahua Moitra)। সাংসদ পদ খারিজের সিদ্ধান্তের উপর এখনই স্থগিতাদেশের আবেদন মানল না সুপ্রিম কোর্ট। এ বিষয়ে বিস্তারিত শুনানির পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। পরবর্তী শুনানি মার্চের তৃতীয় সপ্তাহে। সংসদের নেওয়া সিদ্ধান্তের উপর অদৌ বিচারবিভাগের হস্তক্ষেপের কোনও এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়ে এদিন প্রশ্ন তুলতে দেখা যায় সলিসিটর জেনারেলকে। এক্তিয়ারের বিষয় খতিয়ে দেখা হবে বলে জানাল সুপ্রিম কোর্ট।

অন্যদিকে মহুয়া মৈত্রর তরফে আইনজীবী অভিষেক মনু সিংভির আবেদন, শুধুমাত্র লগইন আইডি শেয়ার করার জন্য মহুয়াকে শাস্তি দেওয়া হয়েছে। ওটিপি ছাড়া পোর্টালে এন্ট্রি করা যায় না। ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার সংক্রান্ত কোনও নিয়মাবলী সংসদে নেই। তাঁর সাফ দাবি, এথিক্স কমিটি আইন মেনে কাজ করেনি। মহুয়াকে ক্রস এক্সামিনেশনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি যিনি ঘুষ দিয়েছেন বলে দাবি করেছেন, তাঁকে ডাকেনি কমিটি। 

কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই একজন বিরোধী সাংসদের সাংসদ পদ খারিজ করা হয়েছে। আর এক্ষেত্রে কোর্টের কি কিছুই করার থাকতে পারে না? এই প্রশ্ন এদিন লাগাতার তুলে গিয়েছেন মনু সিংভি। সংসদে আলোচনার সুযোগ না দিয়ে যেভাবে মহুয়ার সাংসদ পদ খারিজে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়েও উল্লেখ করেন অভিষেক মনু সিংভি।

Next Article