Gautam Pal: গৌতম পাল সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন না, তাহলে কি এবার…
CBI: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে, এমনই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পর্ষদ সভাপতি। ২০১৪ সাল থেকে ২০১৭ সালের নিয়োগ দুর্নীতির তদন্তে কেন বর্তমান পর্ষদ সভাপতিকে ডাকা হচ্ছে তা নিয়ে তোলা হয় প্রশ্ন।
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে আপাতত কোনও রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। মামলায় সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অনুরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে আজ সোমবার মামলার শুনানি হয়। আগামী শুক্রবার পরবর্তী শুনানি হবে। প্রশ্ন উঠছে, তাহলে কি চাইলে হেফাজতে নিয়েও পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই? কারণ, কলকাতা হাইকোর্ট নির্দেশই দিয়েছিল, প্রয়োজনে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করা যাবে পর্ষদ সভাপতি গৌতম পাল ও পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। গত ১৮ অক্টোবর গৌতম পাল ও পার্থ কর্মকারকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে তাঁদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পর্ষদ সভাপতি।
হাইকোর্টের এহেন নির্দেশকে চ্যালেঞ্জের পাশাপাশি গৌতম পালের আবেদন ছিল সিবিআই যাতে কোনও কড়া পদক্ষেপ করতে না পারে তার রক্ষাকবচ দিক সুপ্রিম আদালত। গৌতম পালের আইনজীবী প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টে যখন মামলা বিচারাধীন, তখন হাইকোর্টের বিচারপতির এহেন নির্দেশ কতটা যুক্তিযুক্ত? হাইকোর্টের এহেন নির্দেশকে সুপ্রিম কোর্টকে ‘ওভার রিচ’ করার প্রচেষ্টা হিসাবে ব্যাখ্যা করেন গৌতম পালের আইনজীবী।
গৌতম পালের আইনজীবী এদিন শুনানি চলাকালীন আদালতে বলেন, ২০১৪ সাল থেকে ২০১৭ সালের সময়কালের নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে। সেখানে বর্তমান পর্ষদ সভাপতিকে ডাকার কারণ কী? এই মামলায় সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। তবে গৌতম পালের রক্ষাকবচের আবেদন গ্রাহ্য করেননি বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী।
এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি তদন্তে সবরকম সহযোগিতা করা হয় তাহলে গ্রেফতারের আশঙ্কা কেন? যদি প্রয়োজন হয় আগামী শুক্রবার শুনানির পর ‘প্রোটেকশন’ দেওয়া হবে। ফলে গৌতম পালে সিবিআই গ্রেফতারির আশঙ্কার প্রেক্ষিতে আবেদনে এখনই রক্ষাকবচ দিল না সুপ্রিম কোর্ট।