Supreme Court Hearing on SIR: ‘৮১ দিন কাটালেই বিদেশিরাও আধার কার্ড পেয়ে যায়’, SIR মামলায় সুপ্রিম কোর্টকে জানালেন আইনজীবী

Supreme Court Bihar SIR Hearing: সোমবার সুপ্রিম কোর্টে বিহারের SIR-র শুনানির মাঝে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে আধার কার্ড নিয়ে দেওয়া নির্দেশ খারিজের আবেদন জানালেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তবে তাঁর আবেদনকে সম্পূর্ণ ভাবে খারিজ করেনি সুপ্রিম কোর্ট। বরং, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই জানালেন বিচারপতি কান্ত।

Supreme Court Hearing on SIR: ৮১ দিন কাটালেই বিদেশিরাও আধার কার্ড পেয়ে যায়, SIR মামলায় সুপ্রিম কোর্টকে জানালেন আইনজীবী
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Sep 15, 2025 | 8:45 PM

নয়াদিল্লি: সম্প্রতি বিহারে SIR-র মামলায় আধার কার্ডকে ১২ তম নথি হিসাবে গ্রহণের জন্য কমিশনকে অন্তর্বর্তী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ নিয়ে ‘আরও একটু ভাবনাচিন্তার’ প্রয়োজন রয়েছে বলে শীর্ষ আদালতে দাবি সওয়ালকারীর। সোমবার সুপ্রিম কোর্টে বিহারের SIR-র শুনানির মাঝে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে আধার কার্ড নিয়ে দেওয়া নির্দেশ খারিজের আবেদন জানালেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তবে তাঁর আবেদনকে সম্পূর্ণ ভাবে খারিজ করেনি সুপ্রিম কোর্ট। বরং, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই জানালেন বিচারপতি কান্ত।

কী আবেদন জানিয়েছিলেন অশ্বিনী উপাধ্যায়?

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, অশ্বিনী উপাধ্য়ায়ের আবেদন ছিল আধার কার্ডকে ১২তম নথি হিসাবে দেখা ঠিক হবে না। কারণ, কোনও বিদেশিও যদি ভারতে এসে ৮১ দিনের বেশি বসবাস করেন, তিনিও এই নথি পেয়ে যাবেন। আধার কোনও নাগরিকত্বপত্র নয়, এটা বয়সের প্রমাণ দেয় না, এমনকি বাসস্থানেরও প্রমাণপত্র নয়। আর যখন ভোটার তালিকার পরিমার্জন চলছে, সেই সময় কোনও বাংলাদেশি বা রোহিঙ্গা যাতে এই সুযোগগুলিকেই ব্যবহার করে তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত না করে, সেই বিষয়ে আরও কড়া নজরদারি রাখতে হবে। পাশাপাশি, গোটা দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় পরিমার্জনের হয়ে সওয়াল করেন তিনি।

আদালতের পর্যবেক্ষণ

জাতীয় নির্বাচন কমিশন তাদের প্রয়োজন মতো নথি যাচাই করবে। আর এই আবেদনকে গ্রহণ বা খারিজ কোনওটাই করা হচ্ছে না। বরং, আগামী দিনে আধার নিয়ে বিস্তারিত শুনানি হবে।