AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: ‘আদালত মামলা করতে বাধ্য হবে…’, বীর সাভারকারের অবমাননা মামলায় সুপ্রিম ভর্ৎসনার মুখে রাহুল

Rahul Gandhi: বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চে ওঠে সেই মামলা। সেখানেই রায় পর্বে বিরোধী দলনেতা ভর্ৎসনা ও সর্তক করে আদালত।

Rahul Gandhi: 'আদালত মামলা করতে বাধ্য হবে...', বীর সাভারকারের অবমাননা মামলায় সুপ্রিম ভর্ৎসনার মুখে রাহুল
প্রতীকী ছবিImage Credit: Getty Image | PTI
| Updated on: Apr 25, 2025 | 10:32 PM
Share

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার, সাভারকারকে নিয়ে কংগ্রেস নেতার করা অবমাননাকর মন্তব্যের ভিত্তিতে শীর্ষ আদালতে ছিল শুনানি। মূলত, তাঁর বিরুদ্ধে মহকুমা আদালতের দেওয়া একটি তলব নির্দেশকে চ্যালেঞ্জ করে নিজেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সাংসদ।

বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চে ওঠে সেই মামলা। সেখানেই রায় পর্বে বিরোধী দলনেতা ভর্ৎসনা ও সর্তক করে আদালত।

এই মর্মে বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘আইনত দিক থেকে আপনার করা চ্যালেঞ্জের ভিত্তিতে স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু আগামী দিনে দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এমন মন্তব্য করলে, আদালত স্বতপ্রণোদিত মামলা দায়ের করতে বাধ্য হবে। ওনারা এই দেশকে স্বাধীন করেছেন, তাদের নিয়ে এমন মন্তব্য কোনও মতে গ্রহণযোগ্য নয়।’

এরপরেই ইন্দিরা গান্ধীর সাভারকারকে পাঠানো প্রশংসা চিঠির কথা তুলে ধরে বিচারপতিরা রাহুলের আইনজীবীকে বলেন, ‘আপনার মক্কেল কি জানে, তার ঠাকুমা অর্থাৎ ইন্দিরা গান্ধী সাভারকারকে প্রশংসা ভরা একটি চিঠি পাঠিয়ে ছিলেন? তিনি কি এটাও জানেন, গান্ধীজি নিজের ক্ষেত্রে বিশ্বস্ত দাস কথাটি সম্বোধন করতেন’। বিরোধী দলনেতাকে ভর্ৎসনার পাশাপাশি তাকে সর্তক করে বিচারপতিরা বলেন, ‘আপনি একজন রাজনৈতিক নেতা। কেন আপনি এই ধরনের মন্তব্য করছেন? এমনটা করা উচিত নয়।’

প্রসঙ্গত, ২০২২ সালে ভারত জোড়ো যাত্রাকালীন মহারাষ্ট্রের এক জেলা সমাবেশে বীর সাভারকারকে ‘ব্রিটিশদের দাস’ হিসাবে কটাক্ষ করেন। এমনকি, তিনি যে ব্রিটিশদের থেকে পেনশন পেতেন সেই নিয়ে তোপ দাগেন রাহুল। আর তারপরেই চড়ে বিতর্ক। তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা।