Supreme Court: ‘গণতন্ত্রের শিকড়ে গভীর আঘাত’, ভোট পরবর্তী হিংসা মামলায় ৫ অভিযুক্তের জামিন খারিজ করে কথা সুপ্রিম কোর্টের

Supreme Court: ২০২১ এর এই ঘটনায় ২০২২ সালে সিবিআই গ্রেফতার করার পর ২০২৩ সালের জানুয়ারি এবং এপ্রিল মাসে পর্যায়ক্রমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জামিন পায় অভিযুক্তরা। এরপর, চার্জশিট পেশ হওয়া সত্ত্বেও নিম্ন আদালতে এই মামলার শুনানির সময় আদালতে হাজিরা দেয়নি অভিযুক্তরা।

Supreme Court: ‘গণতন্ত্রের শিকড়ে গভীর আঘাত’, ভোট পরবর্তী হিংসা মামলায় ৫ অভিযুক্তের জামিন খারিজ করে কথা সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টImage Credit source: Getty Image

| Edited By: জয়দীপ দাস

Jun 04, 2025 | 12:10 PM

নয়া দিল্লি: ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই মামলায় বীরভূমের পাঁচ অভিযুক্তের জামিন খারিজ করে তৃণমূল এবং রাজ্য প্রশাসন সম্পর্কে বড় কথা বলল দেশের শীর্ষ আদালত। নির্বাচন পরবর্তী হিংসা মামলার ঘটনাকে গণতন্ত্রের শিকড়ে গভীর আঘাত বলে পর্যবেক্ষণ বিচারপতির। শুধুমাত্র বিজেপি করার অপরাধে নৃশংস আক্রমণ করা হয়েছিল বলে উল্লেখ পর্যবেক্ষণে। 

আক্রান্তের স্ত্রীকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগের পরেও পদক্ষেপ করেনি পুলিশ প্রশাসন। পাঁচ অভিযুক্ত তৃণমূল কর্মীর জামিন খারিজের রায়ে কাঠগড়ায় পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, FIR গ্রহণ করেনি সংশ্লিষ্ট থানার পুলিশ। আক্রান্তদের বাড়ি ছেড়ে পালানোর পরামর্শ দেওয়া হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় প্রভাবশালী এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ মানছে শীর্ষ আদালত। দীর্ঘ শুনানির পর অভিযুক্তদের জামিন খারিজ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা।

প্রসঙ্গত, ২০২১ এর এই ঘটনায় ২০২২ সালে সিবিআই গ্রেফতার করার পর ২০২৩ সালের জানুয়ারি এবং এপ্রিল মাসে পর্যায়ক্রমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জামিন পায় অভিযুক্তরা। এরপর, চার্জশিট পেশ হওয়া সত্ত্বেও নিম্ন আদালতে এই মামলার শুনানির সময় আদালতে হাজিরা দেয়নি অভিযুক্তরা। এরপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই।