
নয়া দিল্লি: বিবাহ বিচ্ছেদের (Separation) ক্ষেত্রে আর ছয় মাস অপেক্ষা করতে হবে না স্বামী-স্ত্রীকে? সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে ৬ মাসের বাধ্যতামূলক ‘ওয়েটিং পিরিয়ড’ না দিয়েই বিবাহ ভেঙে দেওয়া যেতে পারে। তবে তা পারস্পরিক সম্মতিতে বিবাহ-বিচ্ছেদের ক্ষেত্রেই কেবলমাত্র প্রযোজ্য। সুপ্রিম কোর্টর (Supreme Court of India) পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বিবাহ-বিচ্ছেদ সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ রেখেছে।
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হিন্দু বিবাহ আইনের ১৩ বি ধারা অনুসারে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য বাধ্যতামূলক অপেক্ষার সময়সীমা মকুব করা যায় কি না, সেই সংক্রান্ত মামলা পাঠানো হয়। সুপ্রিম কোর্টের এই সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অভয় এস ওকা, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি জেকে মহেশ্বরী। আজ এই মামলার শুনানি চলাকালীন, সংবিধানের ১৪২ নম্বর ধারা উদ্ধৃত করে এই সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে হিন্দু বিবাহ আইনের অধীনে নির্ধারিত ছয় মাসের সময়সীমা বাতিল করা যেতে পারে।
এই বেঞ্চ আজ শুনানি চলাকালীন জানিয়েছে, “যেসব বিবাহ বিচ্ছেদের মামলায় কোনওভাবে মীমাংসার অবকাশ নেই সেক্ষেত্রে আমরা মনে করি আদালত বিয়ে বিবাহ বিচ্ছেদে সম্মতি দিতে পারে।” এই বেঞ্চ জানিয়েছে, বেঞ্চ আরও জানিয়েছে যে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য ছয় মাসের বাধ্যতামূলক অপেক্ষার সময়সীমা পূর্ববর্তী রায়গুলিতে নির্ধারিত প্রয়োজনীয়তা ও শর্তাবলী সাপেক্ষে বাতিল করা যেতে পারে।