Supreme Court, E20 Petrol Verdict: E20 পেট্রোলেই সায়, ‘সুপ্রিম রায়ে’ বিপদ বাড়ল আপনার পুরনো গাড়ির?

Supreme Court Of India: কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল জানান, E20 পেট্রোল নিয়ে এই নীতি সব বিবেচনা করেই তৈরি হয়েছে। এর ফলে দেশের আখ চাষিরা বিপুল লাভবান হবেন। আর তারপরই এই মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ।

Supreme Court, E20 Petrol Verdict: E20 পেট্রোলেই সায়, সুপ্রিম রায়ে বিপদ বাড়ল আপনার পুরনো গাড়ির?
Image Credit source: PTI

Sep 01, 2025 | 2:17 PM

দেশের সমস্ত পেট্রোল পাম্পে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলক করার বিরুদ্ধে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর এই মামলা খারিজ হয়ে যাওয়ার পর ইথানল-মুক্ত পেট্রোল পাওয়ার বিকল্প পথ আপাতত বন্ধ। যে সব গাড়ি E20 পেট্রোলের জন্য উপযুক্ত নয়, তাদের জন্য যেন সাধারণ পেট্রোল পাওয়া যায়, এটাই দাবি করা হয়েছিল এই জনস্বার্থ মামলায়।

আদালতে আবেদনকারী জানান, E20 পেট্রোল ব্যবহার করায় পুরনো গাড়ির মাইলেজ প্রায় ৬ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। এ ছাড়াও, অভিযোগ আসে এই পেট্রোল ব্যবহারের কারণে গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ, যেমন রাবার বা প্লাস্টিকের টিউব ক্ষয়ে যাচ্ছে। আর এর জন্য বহু ইনস্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণও দিচ্ছে না। এ ছাড়াও পাম্পগুলিতে এই বিষয়ে কোনও স্পষ্ট সতর্কবার্ত না থাকায় সাধারণ মানুষ বুঝতেও পারছেন না বলে দাবি করা হয় এই আবেদনে।

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল জানান, এই নীতি সবদিক বিবেচনা করেই তৈরি হয়েছে। এ ছাড়াও এর ফলে দেশের আখ চাষিরা বিপুল লাভবান হবেন। আর তারপরই এই মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ।

এই মামলা খারিজ হয়ে যাওয়ায়, আপাতত দেশজুড়ে E20 পেট্রোল ব্যবহার বাধ্যতামূলকই থাকছে। আর এর ফলে, দেশের বিভিন্ন শহরের রাস্তায় চলা লক্ষ লক্ষ পুরনো গাড়ি ও বাইকের মালিকদের গাড়ির ইঞ্জিন ও মাইলেজ নিয়ে যে চিন্তা বাড়বে, সে কথা বলাই যায়।