Supreme Court on SIR: গোপন রিপোর্ট দেবে প্যারা-লিগাল ভলান্টিয়ার, SIR নিয়ে বিশেষ নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court: আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়, পুরনো ভোটাররাও নতুন ভোটার হিসেবে নাম তুলে ফেলছেন। এই অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশন।

Supreme Court on SIR: গোপন রিপোর্ট দেবে প্যারা-লিগাল ভলান্টিয়ার, SIR নিয়ে বিশেষ নির্দেশ সুপ্রিম কোর্টের
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 01, 2025 | 3:02 PM

নয়া দিল্লি: ভোটারদের নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করার জন্য এবার বিহারে প্যারা লিগাল ভলান্টিয়ার নিয়োগ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের রিপোর্টের পাশাপাশি এবার সরাসরি লিগাল এইড সেল-কে ভোটার তালিকায় নাম সংযুক্তি এবং বাদ দেওয়ার বিষয়ে রিপোর্ট প্রস্তুত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।

সুপ্রিম কোর্টের নির্দেশ, স্টেট লিগাল এইডস ফোরামের চেয়ারম‍্যান সব জেলায় প্যারালিগাল ভলান্টিয়ার নিয়োগ করবেন। ভোটাররা যখন নিজেদের নাম ভোটার লিস্টে তুলতে চাইবেন না কোনও ভোটারের নাম বাদ দিতে হবে, সেই আবেদন করার কাজ করবেন এই ভলান্টিয়ার। এছাড়াও শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, প‍্যারালিগাল ভলান্টিয়াররা একটি গোপন রিপোর্ট জমা দেবেন জেলার লিগাল এইড সেলের চেয়ারম‍্যানকে। সেই রিপোর্ট একত্রিত করবে রাজ্যের লিগাল এইড সেল।

এদিন কমিশনের নোটিসপ্রাপ্ত তিন লক্ষ বিহারের ভোটারদের ক্ষেত্রে আধার গ্রহণের আবেদন জানান বিরোধী রাজনৈতিক দলের আইনজীবী। কিন্তু এক্ষেত্রে নতুন কোনও নির্দেশ দিতে অস্বীকার করেন বিচারপতি সূর্য কান্ত। বিচারপতি বলেন, “আমরা এ নিয়ে আগেই নির্দেশ দিয়েছি। যদি নির্বাচন কমিশন এই তিন লক্ষ ভোটারদের ক্ষেত্রে আধার গ্রহণ না করে, তাহলে আমাদের জানাবেন। আমরা তখন দেখব।”

এদিন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচীর বেঞ্চের কাছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের পরও আবেদন করতে পারবেন ভোটাররা। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন পর্যন্ত যাঁরা আবেদন করবেন, তাঁদের নথি যাচাই করে চূড়ান্ত তালিকায় সেটা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

এদিন আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়, পুরনো ভোটাররাও নতুন ভোটার হিসেবে নাম তুলে ফেলছেন। এই অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশন। তাদের দাবি ২.৭ লক্ষ নাম জমা পড়েছে শুধুমাত্র বাদ দেওয়ার জন‍্য আর নথিভুক্তকরণের জন‍্য ৩৩ হাজারের কিছু বেশি নাম জমা পড়েছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে ৮ সেপ্টেম্বর।