
নয়া দিল্লি: রাস্তায় বা পাবলিক প্লেসে কুকুরদের খাওয়ানো বেআইনি। সাফ জানাল সুপ্রিম কোর্ট। প্রতিটি পুরসভায় কুকরদের খাওয়ানোর জন্য নির্ধারিত স্থানেই কুকুরদের খাওয়ানো যাবে। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।
আজ, ২২ অগস্ট সুপ্রিম কোর্টের তরফে পথকুকুরদের সরিয়ে ফেলার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা বদল করা হয়। ডিভিশন বেঞ্চের রায়ে পরিবর্তন করে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জারিয়ার বেঞ্চের তরফে বলা হয়, রাস্তা থেকে ধরে আনা পথকুকুরদের ছেড়ে দিতে হবে। তবে তার আগে তাদের নির্বীজকরণ ও র্যাবিসের টিকাকরণ করতে হবে। যে কুকুররা হিংস্র হয়ে উঠেছে, র্যাবিসে আক্রান্ত বা যারা মানুষকে কামড়াচ্ছে, তাদের আপাতত ছাড়া হবে না।
এরপরই শীর্ষ আদালতে পথকুকুরদের যত্রতত্র খাওয়ানোর প্রসঙ্গ ওঠে। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, পথকুকুরদের যত্রতত্র খাওয়ানোর অভ্যাস বন্ধ করতে হবে যাতে পথচলতি সাধারণ মানুষ কোনও রকমের সমস্যায় না পড়েন।
শীর্ষ আদালত পুরসভাগুলিকে নির্দেশ দিয়েছে যে প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে পথকুকুরদের খাওয়ানোর জন্য। ওয়ার্ডে কত পথকুকুর রয়েছে, তার উপর নির্ভর করে খাওয়ানোর স্থান তৈরি বা চিহ্নিত করতে হবে। সেখানে নোটিস টাঙাতে হবে যে একমাত্র এখানেই পথকুকুরদের খাওয়ানো যাবে। রাস্তায় কোনওভাবে পথকুকুরদের খাওয়ানো চলবে না।