SC on Waqf Act: ওয়াকফ কাউন্সিলে অ-মুসলিম নিয়োগ স্থগিত, এল সুপ্রিম নির্দেশ

SC on Waqf Act: বৃহস্পতিবার সেই নিয়োগ স্থগিত করে, কেন্দ্রের কাছে সাত দিনের মধ্যে রিপোর্ট চাইল শীর্ষ আদালত। সেই মর্মে সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানি চলাকালীন বলেন, 'সরকার আপাতত নতুন আইনের ধারার ভিত্তিতে কোনও নিয়োগ করবে না। আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব দাখিল করা হবে।'

SC on Waqf Act: ওয়াকফ কাউন্সিলে অ-মুসলিম নিয়োগ স্থগিত, এল সুপ্রিম নির্দেশ
ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টImage Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Apr 17, 2025 | 3:15 PM

নয়াদিল্লি: বৃহস্পতিবার ওয়াকফ মামলায় ছিল সুপ্রিম শুনানি। বুধবারের পর এদিন দেশজুড়ে শীর্ষ আদালতে দায়ের হওয়া মোট ৭২টি মামলা শুনতে বসেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেখানেই বড় রায় আদালতের। ওয়াকফে আপাতত নিয়োগ স্থগিত করলেন প্রধান বিচারপতি। পাশাপাশি, এই নিয়ে জবাব দিতে কেন্দ্রীয় সরকারকেও সাত দিনের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি আগামী মাসে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়েছে সংশোধিত ওয়াকফ আইন। বুধবার এই আইনের ‘ওয়াকফ বাই ইউজার’ বিধান নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি, কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়, ওয়াকফ কাউন্সিলে যে অ-মুসলিমদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, সেই একই পদ্ধতিতে কোনও হিন্দু চ্য়ারিটিতে কি মুসলিমদের অংশ হতে দেবে তারা? ‘

এরপরই বৃহস্পতিবার সেই ওয়াকফ-নিয়োগ স্থগিতের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, কেন্দ্রের কাছে সাত দিনের মধ্যে চাওয়া হয়েছে রিপোর্ট। এই মর্মে সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানি চলাকালীন বলেন, ‘সরকার আপাতত নতুন আইনের ধারার ভিত্তিতে কোনও নিয়োগ করবে না। আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব দাখিল করা হবে।’ পাশাপাশি আদালতের আরও নির্দেশ, পরবর্তী শুনানির দিন পর্যন্ত যে সকল ওয়াকফ বাই ইউজার সম্পত্তির অন্তর্গত, সেগুলিতে কোনও পরিবর্তন করা যাবে না।