Supreme Court: শুরুতেই ধাক্কা রাজ্যের, গ্রুপ সি কাউন্সেলিংয়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ

Group C: মেয়াদ উত্তীর্ণ পদে কীভাবে নিয়োগ হতে পারে? তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

Supreme Court: শুরুতেই ধাক্কা রাজ্যের, গ্রুপ সি কাউন্সেলিংয়ে 'সুপ্রিম' স্থগিতাদেশ
সুপ্রিম কোর্ট
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2023 | 3:35 PM

নয়া দিল্লি: শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এসএসসি গ্রুপ সি (Group C) সংক্রান্ত মামলা শুনানি ছিল। শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে মামলার শুনানি হয়। গ্রুপ সি-র কাউন্সেলিং-এর উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে নবম-দশম মামলার শুনানিও ছিল। সেই মামলাতেও বিচারপতির নির্দেশ দিয়েছেন, আপাতত শূন্যপদ পূরণ করা যাবে না। মেয়াদ উত্তীর্ণ পদে কীভাবে নিয়োগ হতে পারে? তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে।

এরই মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কাউন্সেলিং-এর প্রক্রিয়া। সেই কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা মানুষরা। তবে হাইকোর্ট এখনই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি নয়। এমন অবস্থায় চাকরিহারাদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এদিন শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বোস গ্রুপ সি কাউন্সেলিং-এর উপর স্থগিতাদেশ দিয়েছেন।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদের ৮৪২ জনের চাকরি বাতিল হয়েছিল। তারপর সেই শূন্যপদে নিয়োগের জন্য পদক্ষেপ করে স্কুল সার্ভিস কমিশন। ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করে এসএসসি। বৃহস্পতিবার প্রথম দফার কাউন্সেলিংয়ের জন্য ডাকাও হয়েছিল ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের। এরই মধ্যে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ।

প্রসঙ্গত, গ্রুপ সি চাকরিহারাদের আইনজীবী পার্থদেব বর্মণ জানাচ্ছেন, আগামী দিনে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, শিক্ষক-অশিক্ষক নিয়োগ সংক্রান্ত যত মামলা রয়েছে, সেই সব মামলা আমরা শীর্ষ আদালতে নিয়ে যাব।