AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moloy Ghatak: মলয় ঘটকের সুপ্রিম-স্বস্তি, ইডির আর্জি খারিজ প্রধান বিচারপতির বেঞ্চে

Moloy Ghatak: এদিকে দিল্লি হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ আবেদন খারিজ করে দেয়। ১৮১ দিন পর সেই নির্দেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কারণেই ইডির আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।

Moloy Ghatak: মলয় ঘটকের সুপ্রিম-স্বস্তি, ইডির আর্জি খারিজ প্রধান বিচারপতির বেঞ্চে
মলয় ঘটকের স্বস্তি।
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 12:51 PM
Share

নয়া দিল্লি: মলয় ঘটককে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মলয় ঘটককে দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা যাবে, দিল্লি হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছিল মলয় ঘটকের আবেদনের ভিত্তিতে। এদিকে দিল্লি হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ আবেদন খারিজ করে দেয়। ১৮১ দিন পর সেই নির্দেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কারণেই ইডির আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।

কয়লা কেলেঙ্কারি মামলায় এ রাজ্যে তদন্তের জাল ছড়ানোর পর পরই মলয় ঘটক ইডির স্ক্যানারে। লালার লোকজন কয়লা পাচার করতেন বলে অভিযোগ ওঠে। আর সেই সময় বিধায়ক হিসাবে মলয় ঘটকের কোনও ভূমিকা ছিল কি না, কোনওভাবে তিনি লাভবান হয়েছিলেন কি না বা প্রভাব খাটিয়েছিলেন কি না, সেটাই খতিয়ে দেখতে চায় ইডি। তাঁকে একাধিকবার দিল্লিতে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। বিশেষ করে লোকসভা নির্বাচন ও তৎপরবর্তী নির্বাচনী আবহে বারবার রাজধানীতে ডাক পড়েছে এ রাজ্যের আইনমন্ত্রীর। একবার হাজিরাও দেন মলয়।

এরইমধ্যে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মলয় ঘটক। তাঁর আবেদন ছিল, যে সমস্ত অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠে এসেছে এবং তাঁকে বারবার যে দিল্লিতে ডাকা হচ্ছে, সমস্ত বিষয়টাই খারিজ করা হোক। তিনি যেহেতু রাজ্যের একজন মন্ত্রী, তাঁর শারীরিক অবস্থা খারাপ, তাঁকে দিল্লির বদলে কলকাতায় ডাকা হোক। মলয়ের একটি আবেদনই মান্যতা দেন দিল্লি হাইকোর্ট। দিল্লির পরিবর্তে কলকাতায় ডাকা হবে তাঁকে এবং ডাকার সুনির্দিষ্ট সময়ের আগে নোটিস দেওয়া হবে। এরপরই ইডি যায় সুপ্রিম কোর্টে। এদিন সুপ্রিম কোর্ট ইডির আবেদন খারিজ করে দিল।